আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আরও এক ব্যক্তিত্ব। ভারতীয় দলের সাজঘর ও তাঁর নাম ওতোপ্রতোভাবে জড়িতদীর্ঘদিন তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত। খেলোয়াড়দের দুর্দান্ত ফিটনেসের পিছনে তাঁর অবদানই বেশি। তিনি রাজীব কুমার।

ঠিক এশিয়া কাপের আগেই তিনি বিদায় জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। রাজীব কুমার ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে লিখেছেন, ''এক দশক ধরে ভারতীয় ক্রিকেট দলের সেবা করা আমার জন্য সৌভাগ্য এবং সম্মানের বিষয়। ঈশ্বর, এরকম এক সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সত্যিই আমি কৃতজ্ঞ এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি।" ইনস্টাগ্রামে এই পোস্টের সঙ্গে রয়েছে ব্য়াকগ্রাউন্ড মিউজিক 'সি ইউ এগেইন'। 

আরও পড়ুন: পূজারাকে নিয়ে বিশেষ রহস্য ফাঁস, কী বললেন বিশ্বকাপজয়ীর স্ত্রী?

রাজীব ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছেন প্রায় এক দশক ধরে। অনিল কুম্বলে, রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের পরে গৌতম গম্ভীরের সঙ্গেও কাজ করেছেন। গৌতম গম্ভীর জমানায় একের পর এক ব্যক্তিত্ব অবসর নিয়েছেনসোহম দেশাই, ম্যাসিওর অরুণ কানাডে, সহকারী কোচ অভিষেক নায়ার। এবার ম্যাসিওর রাজীব কুমার সরে দাঁড়ালেন

এদিকে এশিয়া কাপ এগিয়ে আসছে। এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯সেপ্টেম্বর। ফাইনাল ২৮ সেপ্টেম্বর। মোট আটটি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

 ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। ভারত-পাক ম্যাচ ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্ব থেকে দুই প্রতিবেশি দেশ সুপার ফোরে পৌঁছবে বলেই বিশ্বাস ক্রিকেটপ্রেমীদের। দুই দেশের যা শক্তি, তাতে সব ঠিকঠাক থাকলে ফাইনালেও দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের।

এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেই দলে রাখা হয়নি শ্রেয়সকেদলে তিনি সুযোগ না পাওয়ায় বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছেহতবাক হয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিও। ১৫ জনের দলে জায়গা পাননি শ্রেয়সএমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি

২০২৫ সালের আইপিএলে রান সংগ্রহের দিক থেকে শ্রেয়স আইয়ার ষষ্ঠ স্থানে ছিলেন। ১৭টি ম্যাচে ৬০৪ রান তাঁর ঝুলিতে। অপরাজিত ৯৭ তাঁর সর্বোচ্চ স্কোর ছিল। আইপিএলে সেরা ছন্দে থাকলেও জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। বাসিত আলি বলেছেন, ''শ্রেয়সের সঙ্গে ব্যাপারটা ঠিক হল না। দুর্ভাগ্যজনক ব্যাপার ঘটেছে শ্রেয়সের সঙ্গে। ওর দলে সুযোগ পাওয়া উচিত ছিল।'' 

যা দেখে রীতিমতো অবাক বাসিতও। তিনি বলেছেন, ''শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি যদি পাকিস্তানের খেলোয়াড় হত, তাহলে ওরাক্যাটেগরিতে জায়গা পেত।'' গম্ভীর জমানা নিয়ে প্রশ্ন একের পর এক। কী হচ্ছে, কেন হচ্ছে, তার উত্তর পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন:  ন্যাড়া মাথায় ইউএস ওপেনে হাজির আলকারাজ, সহজেই উঠলেন দ্বিতীয় রাউন্ডে...