আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল টোডি। একই সঙ্গে ইস্তফা দিয়েছেন তমাল ঘোষও।
তাঁদের সংস্থা শ্রাচী স্পোর্টস বর্তমানে মহামেডান স্পোর্টিংয়ের ইনভেস্টর। সেই কারণেই ইস্টবেঙ্গল থেকে সরে দাঁড়ালেন তাঁরা। এদিন প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি আমাদের দায়িত্ব বেড়ে গিয়েছে। সেই কারণে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। আমরা স্থির করেছি সরে দাঁড়ানোর এখনই আদর্শ সময়। ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য কামনা করেছেন তাঁরা।
শ্রাচী স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি। তমাল ঘোষ চেয়ার পার্সন। শ্রাচী গ্রুপ শুরুতে ইস্টবেঙ্গলের ক্রিকেট বিভাগে বি্নিয়োগ করা শুরু করে। পরে ফুটবল বিভাগেও অংশ নেয় শ্রাচী স্পোর্টস। এদিকে মহামেডান স্পোর্টিংয়ের বিনিয়োগকারী হয় তারা।
মহামেডান স্পোর্টিং এখন আইএসএল খেলছে। একই সঙ্গে দুটো ক্লাবের দায়িত্ব পালন করা কি আদৌ সম্ভব? তা নিয়ে প্রশ্নও উঠেছিল কলকাতা ময়দানে। একই সঙ্গে দুটো বড় ক্লাবের দায়িত্ব সামলানো সম্ভব নয় বলেই ইস্টবেঙ্গলের সহ-সভাপতিত্ব থেকে সরে দাঁড়ালেন রাহুল টোডি এবং তমাল ঘোষ।
