আজকাল ওয়েবডেস্ক:‌ তিনি রহস্য স্পিনার। বহু ম্যাচে কেকেআর আর ভারতকে জিতিয়েছেন। কিন্তু ব্যাট হাতে বিশেষ দেখা যায় না তাঁকে। সেই বরুণই ব্যাট হাতে দলকে জিতিয়েছেন। টানটান উত্তেজনার ম্যাচ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। কেঁদে ফেলেন তিনি।


প্রসঙ্গত, তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্দিগুল ড্র্যাগনসে খেলেন বরুণ। সেই দলের অধিনায়ক অশ্বিন। সালেম স্পার্টান্সের বিরুদ্ধে ১৮৯ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ১১ রান দরকার ছিল তাদের। বোলার এম পইয়ামোঝি প্রথম চারটে বল ভাল করেন। মাত্র ৩ রান দেন তিনি। একটা উইকেটও নেন। শেষ দু’বলে দরকার ছিল ৮ রান। ব্যাট করছিলেন বরুণ। পঞ্চম বলটি নো করেন পইয়ামোঝি। ফলে পরের বলটা ছিল ফ্রি হিট। ফুল লেংথে বল করেন পইয়ামোঝি। অফ স্টাম্পে সরে দিয়ে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বরুণ। ডাগ আউটে বসে থাকা সতীর্থরাও অবাক হয়ে যান। শেষ বলে দরকার ছিল ১ রান। সব ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভিতরে ছিল। ফলে বুদ্ধি করে মিড অফের উপর দিয়ে তুলে মারেন বরুণ। বল যায় বাউন্ডারিতে। ম্যাচ জেতে দিন্দিগুল।


বরুণের শট বাউন্ডারিতে যেতেই দিন্দিগুলের ক্রিকেটাররা মাঠে নেমে পড়েন। বরুণকে জড়িয়ে ধরে উল্লাস করতে থাকেন তাঁরা। কিন্তু অশ্বিন ডাগ আউটেই বসেছিলেন। দু’হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। তাঁর চোখ দেখে বোঝা যাচ্ছিল, কেঁদে ফেলেছেন। আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক। পরে মাঠে নেমে বরুণকে জড়িয়ে ধরেন তিনি।


তবে দিন্দিগুলের জয়ের আর এক নায়ক অশ্বিন। বল হাতে চার ওভারে ২২ রানে ৩ উইকেট নেন তিনি। পরে রান তাড়া করতে নেমে ওপেন করে ১৪ বলে ৩৫ রান করেন অশ্বিন।