আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে দেখা যাবে শাকিব আল হাসানকে? তারকা অলরাউন্ডার খেলবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে শাকিবের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল নির্বাচন থমকে রয়েছে। বাংলাদেশি তারকা অলরাউন্ডারের বোলিং অ্যাকশন অবৈধ। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য শাকিব পরীক্ষা দিয়েছেন চেন্নাইয়ে। সেই পরীক্ষার ফলাফল এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই কারণেই থমকে রয়েছে বাংলাদেশের দল নির্বাচন। 

প্রথম যে পরীক্ষা তিনি  দিয়েছেন তাতে উত্তীর্ণ হতে পারেননি। দ্বিতীয়বার তিনি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ফলাফল হাতে এলেই বাংলাদেশ দল ঘোষণা করে দেবে। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচ নিয়েই যত বিতর্ক। সেপ্টেম্বরে সেই ম্যাচের বল গড়িয়েছিল।  টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই নেমেছিলেন বাংলাদেশের তারকা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেই সময়ে সারের ৮ জন ক্রিকেটার চলে গিয়েছিলেন। দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও ছিলেন না সারে দলে। 

এই একটি মাত্র ম্যাচের জন্যই সারের হয়ে খেলতে নেমেছিলেন শাকিব। সেই ম্যাচে ৯টি উইকেট  শাকিব নিলেও ম্যাচটিতে হার মানে সারে। শাকিব ৬৩ ওভার বল করেছিলেন। কিন্তু সেই সময়ে  ফিল্ড আম্পায়াররা তাঁর বোলিং বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। অবৈধ অ্যাকশনের জন্য নো বলও ডাকা হয়নি। কিন্তু  
দু' মাস পরে জানা যায়, শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।

প্রথমবার তিনি লন্ডনে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি পাশ করতে পারেননি। এবার দ্বিতীয় পরীক্ষা দেওয়ার পরে রিপোর্টের অপেক্ষায় বাংলাদেশ।