আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের এক নম্বর ব্যাটার তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ভূমিকায় দেখা যাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন ব্যাটার বাবর আজমকে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। 

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্য় ট্রফি। ৯ মার্চ পর্য়ন্ত চলবে তা। সেই আসরেই বাবর আজম ওপেন করবেন। ১২৩টি ওয়ানডে ম্যাচে ৫৯৫৭ রান করেছেন তিনি। পিসিবি-র পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে সাইম আয়ুব ছিটকে গিয়েছেন চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে। ফলে ওপেন করবেন বাবর আজম অথবা সৌদ শাকিলের মধ্যে যে কোনও একজন। সঙ্গে থাকবেন ফকর জামান।

পিসিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ''ফকর জামানের ওপেনিং পার্টনার বাবর আজম বা সৌদ শাকিলের মধ্যে যে কোনও একজন। উভয় খেলোয়াড়ই টপ অর্ডারে খেলতে দক্ষ। বাবর এই ভূমিকায় আগেও অবতীর্ণ হয়েছেন। টি-টোয়েন্টিতে নিয়মিত ওপেনার হিসেবে খেলেছেন। সাইম আয়ুবের অনুপস্থিতিতে কেপ টাউনে দুই ইনিংসে ওপেন করেছে বাবর। দুটো হাফ সেঞ্চুরিও করেছিল।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দেশ দল ঘোষণা করে দিলেও পাকিস্তান দল ঘোষণা করেনি। তারা সাইম আয়ুবের অপেক্ষায় ছিল। কিন্তু সাইম আয়ুবকে পাওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর  প্রায় তিন সপ্তাহ আগে দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দলে বিশেষ চমক নেই।