আজকাল ওয়েবডেস্ক:‌ দলের জঘন্য পারফরম্যান্স। আয়োজক দেশ হয়েও গ্রুপ পর্ব থেকেই নিতে হয়েছে বিদায়। সবচেয়ে বড় কথা একটিও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। 


দেশজুড়ে বাবর, রিজওয়ানদের সমালোচনা শুরু হয়েছে। কীভাবে এই পরিস্থিতি থেকে বেরোনো যায়?‌ এই জঘন্য পারফরম্যান্স এবার রাজনৈতিক রং নিতে শুরু করেছে। পাক সরকারের এক বর্ষীয়ান সদস্য বিষয়টি পার্লামেন্টে তোলার দাবি জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে তিনি অনুরোধ করবেন বিষয়টি পাক পার্লামেন্ট ও ফেডেরাল ক্যাবিনেটে তোলার। পাক প্রধানমন্ত্রীর অন্যতম পরামর্শদাতা রানা শানাউল্লাহ জানিয়েছেন, ‘‌পাক ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা। তারা যা দল বেছেছে বা সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে এবার কথা বলার সময় এসেছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব বিষয়টি ক্যাবিনেট বৈঠক ও পার্লামেন্টে তোলার জন্য।’‌ 


দেশের প্রাক্তন মন্ত্রী ও শাসক দল পাকিস্তান মুসলিম লিগের বর্ষীয়ান সদস্য সানাউল্লাহ বলেছেন, এর আগে যে অন্তর্বর্তী সরকার ছিল তারা পিসিবির সঙ্গে কোনও যোগাযোগই রাখেনি। তাঁর কথায়, ‘‌পাক ক্রিকেটের মূল সমস্যা ধারাবাহিকতার অভাব। মনে হচ্ছে পিসিবিতে এবার বদল দরকার।’‌ তাঁর কথায়, ‘‌গ্রাসরুট লেভেলে নজর দেওয়া দরকার। ঘরোয়া ক্রিকেটে আরও নজর দিতে হবে বলে মনে হয়। সেই খাতে আরও টাকা খরচ করা দরকার বলে মনে হয়।’‌ 


সানাউল্লাহ বলেছেন, ‘‌শুধু পাকিস্তান দলের উপরই বিনিয়োগ করা হচ্ছে। পিসিবি আধিকারিকরা বা ক্রিকেটাররা বেতন সহ যা সুযোগ সুবিধা পান তা দেখলে চোখ কপালে উঠবে। গোটা বিষয়টি প্রধানমন্ত্রী দেখুন।’‌