আজকাল ওয়েবডেস্ক: সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান সুপার লিগ খেলবেন না। সেই সিদ্ধান্ত বদলাতে ২৪ ঘণ্টাও লাগল না। পিএসএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত তাঁর ভুল ছিল বলে জানিয়ে দিলেন ইহসানউল্লাহ। ক্ষমাও চেয়ে নেন তিনি।
ঘণ্টায় দেড়শো কিমি গতিতে বল করে নর কেড়েছিলেন। ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পরে জাতীয় দলেও ডাক পান ইহসানউল্লাহ। সেই তিনিই এবার পিএসএল থেকে সরে দাঁড়ালেন। পাকিস্তান সুপার লিগে তিনি দল পাননি। সেই কারণে অবসর ঘোষণা করেন পাক ক্রিকেটার।
ভুল চিকিৎসা, নিকট লোকেরা সরে গিয়েছিলেন তাঁর কাছ থেকে। তাঁর জীবনও বদলে যায়। সেই ইহসানউল্লাহকে বলতে শোনা গিয়েছে, ''ইহসানউল্লাহকে বলতে শোনা গিয়েছে, ''আমি পিএসএল বয়কট করছি, অবসর নিচ্ছি। আমাকে কোনও দিন পিএসএল খেলতে আর দেখা যাবে না। আমি আর কোনও দিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলব না। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স তুলে ধরে পাকিস্তানের হয়ে খেলতে চাই।''
নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে ইহসানউল্লাহ বলেছেন, ‘আমি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। পিএসএল শুরু হতে এখনও চার মাস বাকি। আমাকে যারা নেয়নি, তারা দলে নিতেও পারে। পিএসএল থেকে অবসর গ্রহণের কোনও পরিকল্পনা আমার নেই।''
