আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ভালবাসেন তারকা মডেল-অভিনেত্রী দুয়া জাহরা। পাক তারকা বাবর আজমকে সে দেশে 'কিং' বলে ডাকা হয়। তাঁর ভক্তের সংখ্যাও বিপুল। দুয়া জাহরাও তেমনই একজন ভক্ত।
পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই জিন্দেগিস'-এর একটি শো 'দ্য নাইট শো উইথ আয়াজ সামু'তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দুয়া। সেখানেই দুয়া জাহরাকে বলতে শোনা গিয়েছে, তিনি বাবর আজমকে ভালবাসেন। বাবর আজমকে কেউ কটাক্ষ করলে বা টীপ্পনী কাটলে তাঁর ভাল লাগে না। বাবরের কথা শুনলে অজান্তেই তাঁর চোখমুখ লজ্জায় লাল হয়ে যায়। বাবর আজম সম্পর্কে কেউ কটূ মন্তব্য করলে তিনি আহত হন। দুয়াকে বলতে শোনা গিয়েছে, ''বাবর আজম আমার কাছে এক ও অদ্বিতীয়। ওকে আমি দারুণ ভালবাসি। বাবরকে কেউ খারাপ কথা বললে আমার একদম ভাল লাগে না।''
পাক অভিনেত্রী ও মডেল জানান তিনি অন্য কোনও ক্রিকেটারকে একেবারেই পছন্দ করেন না। বাবরই তাঁর একমাত্র পছন্দ। সিনেজগৎ ও ক্রিকেট হাত ধরাধরি করে হেঁটেছে চিরকাল। মহসিন খান ও রিনা রায়ের প্রেম ও বিয়ের কথা সবারই। ওয়াঘার এপার ও ওপারের মধ্যে প্রেম ও পরিণয় তার পরেও হয়েছে। হাল আমলের সানিয়া মির্জা ও প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকের বিয়ে নিয়ে কম কালি খরচ হয়নি। দুই বহুল চর্চিত বিয়েই অবশ্য টেকেনি।
সে অবশ্য অন্য বিষয়। হাল আমলের পাক তারকা বাবর আজমের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন দুয়া জাহরা।
