আজকাল ওয়েবডেস্ক: আয়োজক দেশ হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জঘন্য পারফরম্যান্স। টুর্নামেন্ট থেকে বিদায় নিতেই কড়া সিদ্ধান্ত নিয়ে ফেলল পিসিবি। টুর্নামেন্ট শেষ হতে সরিয়ে দেওয়া হবে কোচ আকিব জাভেদ সহ গোটা সাপোর্ট স্টাফকে।
নিউজিল্যান্ড ও ভারতের কাছে হার। পাক ক্রিকেট বোর্ড সূত্রে খবর, টুর্নামেন্ট শেষ হলেই সরিয়ে দেওয়া হবে আকিব জাভেদদের। প্রসঙ্গত, গ্যারি কার্স্টেন, গিলেসপিরা চলে যাওয়ার পর অন্তর্বর্তী কোচ নিযুক্ত করা হয়েছিল জাভেদকে। কিন্তু এবার তাঁকে দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হচ্ছে।
ওই সূত্রে বলা হয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা কোচ নিযুক্ত করা হবে কিনা। তবে এটা নিশ্চিত যে বর্তমান সাপোর্ট স্টাফরা সরে যাবেন টুর্নামেন্টের পর।’
ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, ‘গত এক বছর ধরে যেভাবে পাক ক্রিকেটে কোচ বদল হয়েছে তাতে নতুন কোচ খুঁজে পাওয়া মুশকিল।’
পিসিবি প্রধান মহসিন নকভিই দায়িত্ব দিয়েছিলেন আকিবকে। কিন্তু দল বারেবারে ব্যর্থ হওয়ায় পিসিবি এবার নতুন কোচের খোঁজে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই পাকিস্তান যাবে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। তার আগেই নতুন কোচ ঠিক করে নিতে চায় পিসিবি। টুর্নামেন্ট শেষ হলেই এটাই হবে পিসিবির প্রধান কাজ।
