আজকাল ওয়েবডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। পরপর দু’ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তার ওপর বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে একাধিক ম্যাচ। আইসিসি টুর্নামেন্টের হেভিওয়েট ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন সমর্থকরা। ভক্তদের রোষ থেকে বাঁচতে এবার নয়া ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। শনিবার পিসিবি জানিয়েছে, রাওয়ালপিণ্ডিতে দুটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে দর্শকদের।
গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে। টসের আগেই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেছিলেন আম্পায়াররা। যে কারণে একটি বলও খেলা সম্ভব হয়নি। পিসিবির নিয়ম অনুযায়ী, যদি কোনও ম্যাচ টসের আগেই বাতিল হয়, তবে দর্শকরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সব ধরনের সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। তবে, হসপিটালিটি টিকিট (বক্স ও পিসিবি গ্যালারি) কেনা দর্শকরা টিকিটের অর্থ ফেরত পাবেন না।
জানানো হয়েছে, যারা টিকিটের অর্থ ফেরত পেতে চান, তারা ১০ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত নির্দিষ্ট কিছু আউটলেটে গিয়ে খোঁজ করতে পারবেন। তবে অর্থ ফেরত পেতে হলে দর্শকদের আসল টিকিট একদম অক্ষত অবস্থায় প্রমাণ হিসেবে দেখাতে হবে। কাউকে দিয়ে পাঠালেও হবে না বলে জানা গিয়েছে। যিনি টিকিট কিনেছেন তাঁকে ব্যক্তিগত ভাবে গিয়ে টিকিটের টাকা ফেরত নিয়ে আসতে হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
