আজকাল ওয়েবডেস্ক: রোমাঞ্চকর পরিণতির দিকে এগোচ্ছে ওভাল টেস্ট। চতুর্থ দিনের শুরুতে চালকের আসনে ছিল ভারত। জয়ের জন্য ৩২৪ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের। হাতে ছিল ৯ উইকেট। দারুণ প্রত্যাবর্তন করে আয়োজকরা। জো রুট এবং হ্যারি ব্রুকের পার্টনারশিপে ম্যাচে ফেরে ব্রিটিশরা। ১৯৫ রান যোগ করে এই জুটি। দু'জনেই শতরান করেন। কিন্তু বৃষ্টি এবং খারাপ আলোর জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে খেলা বন্ধ হয়ে যায়। ফাইনাল সেশনে বৃষ্টি শুরু হয়। যার ফলে প্লেয়াররা মাঠ ছাড়তে বাধ্য হয়। ভারতীয় সময় রাত ১০.৩৩ মিনিটে দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। যা দেখে তিতিবিরক্ত দুই ধারাভাষ্যকার দীনেশ কার্তিক এবং নাসের হোসেন। তাঁরা মনে করেন, দর্শক ঠাসা স্টেডিয়ামে খেলা শেষ হওয়া উচিত ছিল। 

নাসের হোসেন বলেন, 'টাকা খরচ করে খেলা দেখতে এসেছে ফ্যানরা। সোমবার সপ্তাহের প্রথম দিন। কাজের দিন। এইধরনের রুদ্ধশ্বাস সিরিজের ফাইনাল রবিবার ভরা স্টেডিয়ামে হওয়া উচিত। সবাই চাইছিল ম্যাচটা রবিবার শেষ হোক। হয় ইংল্যান্ড ৩৫ রান করে ফেলত। নয়তো ব্যাট করতে নামতে দেখা যেত ক্রিস ওকসকে। অফিসিয়ালরা অন্য কোনও সিদ্ধান্ত নিতে পারত কিনা ভাবছি। তখনও ৪২-৪৩ মিনিটের খেলা হওয়া বাকি ছিল। গ্রাউন্ডস্টাফরা যদি জানায়, এই সময়ের মধ্যে তাঁরা কভার তুলতে পারবে না, সেক্ষেত্রে দিনের খেলা শেষ করে দিতে হত আম্পায়ারদের। আমি ভাবছি, বাড়তি আধ ঘণ্টা খেলানোর সুযোগ ছিল। যদি মনে হত, সাড়ে সাতটার মধ্যে টেস্টের ফয়সালা হয়ে যেতে পারে, যদি জয়ের জন্য ১০ রান বাকি থাকত, সেখত্রে হয়ত আম্পায়াররা বাড়তি আধ ঘণ্টা খেলা চালিয়ে যেত। স্থানীয় সময় বিকেল ৬.৪২ মিনিটে সেই বাড়তি আধ ঘন্টা দেওয়াই যেত।' 

নাসের হোসেনের এই মন্তব্যে সায় দেন দীনেশ কার্তিক। দুই প্রাক্তন তারকাই চাইছিলেন, ম্যাচটা রবিবার সমর্থকদের সামনে শেষ হোক। ভারতের প্রাক্তনী জানান, ম্যাচ অফিসিয়ালদের উচিত ছিল ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। কার্তিক বলেন, 'আমি নাসেরের সঙ্গে সহমত। আধ ঘন্টা বাড়তি সময় দেওয়াই যেত। ৬.৪৫ মিনিটেও খেলা শুরু করা যেত। যেকোনো একটা দলের পক্ষে যেত রেজাল্ট। দর্শকরা ম্যাচের ফয়সালা দেখতে পারত। দুটো দলই নিজেদের সেরাটা দিয়েছে। তাই দুই দলকেই এই বিকল্প দেওয়া উচিত ছিল। ওরা সেটা না নিতে চাইলে আলাদা ব্যাপার। আরও একটু ধৈর্য দেখাতে পারত আম্পায়াররা। একটু বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি বলছি না এটা বাধ্যতামূলক ছিল। তবে দুটো দলকে জিজ্ঞেস করাই যেত।' এমন একটি জায়গায় দাঁড়িয়ে ওভাল টেস্ট, যেকোনো দলের পক্ষেই যেতে পারে রেজাল্ট। ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের দরকার ৩ উইকেট। যদি ক্রিস ওকস ব্যাট করতে না নামে। নামলে টিম ইন্ডিয়ার দরকার চার উইকেট।