আজকাল ওয়েবডেস্ক: আচম্বিতে টেস্ট থেকে অবসর গ্রহণ করায় একটা রেকর্ড আর করা হল না রোহিত শর্মার। বিশ্ব ক্রিকেটে জুটিতে তিন ফরম্যাটে কেউই এক হাজার বা তার বেশি রান করতে পারেননি। 

রোহিত ও বিরাট কোহলি এই অসম্ভব রেকর্ড সম্ভব করে ফেলতেন। কিন্তু রোহিত টেস্ট থেকে সরে যাওয়ায় সেই রেকর্ড আর হবে না। বিরাট আর রোহিত টেস্ট ফরম্যাটে জুটিতে ৯৯৯ রান করেন। ওয়ানডে-তে ৫৩১৫ এবং টি-টোয়েন্টিতে ১৩৫০ রান করেন। টেস্টে রোহিত-কোহলি জুটি আর এক রান করলেই এই বিরল রেকর্ড গড়ে ফেলতেন। 

ইংল্যান্ড সফরের আগে রোহিতের আকস্মিক টেস্ট থেকে অবসর নিয়ে চর্চা হচ্ছে দেশজুড়ে। এর আগে মাইকেল ক্লার্ককে পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেওয়া নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই রোহিতই দেওয়াললিখন পড়ে ফেলে টেস্ট থেকে সরে গেলেন। 

নির্বাচকরা স্থির করে ফেলেছিলেন রোহিতকে আর টেস্ট দলের অধিনায়ক রাখবেন না। প্রায় মাস খানেক আগে নিজেদের মধ্যে আলোচনায় একপ্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন নির্বাচকরা। রোহিতের পরিবর্তে তরুণ কারওর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে চেয়েছিলেন। রোহিত অবসর নেওয়ায় এখন ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল।