আজকাল ওয়েবডেস্ক:‌ শাকিব আল হাসানের প্রস্তাব ফিরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রসঙ্গত, কেরিয়ারের শেষ টেস্ট মিরপুরে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার। টি২০ দলে নিজেকে আর দেখছেন না শাকিব। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশে খেলতে। সেই সিরিজে মিরপুরে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান শাকিব। কিন্তু দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা পাবেন? শাকিব আবেদন করেছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। 


কানপুরে টেস্ট ও টি২০ থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন শাকিব। সেই সঙ্গে তিনি বলেছেন, যদি তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়, তিনি শেষ টেস্টটি দেশের মাটিতে খেলতে চান। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার বিষয়টি তাঁদের হাতে একেবারেই নেই। 


প্রসঙ্গত, বৃহস্পতিবার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক। ফারুক জানান, ‘‌নিরাপত্তার বিষয়টা বিসিবির হাতে নেই। শাকিবকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বোর্ড কিছু বলতে পারবে না। নির্দিষ্ট এক জনকে ব্যক্তিগত ভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই।’‌ সেই সঙ্গে শাকিব জানান, ‘‌নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত নিতে হবে। বিসিবি কোনও এজেন্সি নয়, পুলিশও নয়। সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হবে কি হবে না সেটা জানাতে হবে।’‌ যদিও বিসিবি সভাপতি ফারুক চান শাকিব তাঁর কেরিয়ারের শেষ টেস্টটি দেশের মাটিতেই খেলুন। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আর পা রাখেননি শাকিব। এদিকে, অবসর ঘোষণা যে শাকিবের ব্যক্তিগত সিদ্ধান্ত তা জানিয়ে ফারুক বলেছেন, ‘‌শাকিব এই মুহূর্তে জীবনের খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বোর্ডের তরফে তাকে আমরা এই বিষয় নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে এটাই তার অবসর নেওয়ার সঠিক সময়। তার সিদ্ধান্তকে সম্মান জানায় বিসিবি।’‌ 


এটা ঘটনা বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন শাকিব। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আর দেশে ফেরেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। এখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন। সরকার পতনের পর শাকিব–সহ ১৪৭ জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। শাকিব জানেন না দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না। শাকিব আগেরদিনই বলেছেন, ‘‌বাংলাদেশ থেকে বেরিয়ে আসা নিয়েই আমার যাবতীয় চিন্তা। বিসিবির সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধান না হলে কানপুরেই শেষ টেস্ট খেলছি।’‌