আজকাল ওয়েবডেস্ক: ২০৩৬ অলিম্পিক পাওয়ার জন্য অলআউট ঝাঁপাবে ভারত। জানিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মনে করেন, অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলে ভারতীয় ক্রীড়াজগৎ এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে। নরেন্দ্র মোদি বলেন, 'আমরা ২০৩৬ অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। এটা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। যেখানেই অলিম্পিক হয়, সেই দেশের সব ক্ষেত্রেই উন্নতি হয়। অ্যাথলিটদের জন্য উন্নতমানের পরিকাঠামো তৈরি হয়।' মঙ্গলবার ৩৮তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এমন জানান দেশের প্রধানমন্ত্রী। 

২০২৩ সালে মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে প্রথমবার ২০৩৬ অলিম্পিক আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেন নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আবেদন জমা দিয়েছে ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে অলিম্পিক আয়োজনের দায়িত্ব পাওয়ার বিষয়ে আশাবাদী মোদি। ন্যাশনাল গেমস থেকেও পদকের আশায় দেশের প্রধানমন্ত্রী। মোদি বলেন, 'তোমাদের ক্ষমতা এবং শক্তি আরও বাড়ানো আমাদের লক্ষ্য। আমরা তোমাদের সমর্থন করতে তৈরি। আমরা মনে করি দেশের উন্নতিতে স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের সুন্দর ছবি।' উত্তরাখণ্ডের দেরাদুনে শুরু হল ৩৮তম জাতীয় গেমস। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।