আজকাল ওয়েবডেস্ক: যেদিকে দু'চোখ যায়, কেবলই আগুনের লেলিহান শিখা। আগুনের গ্রাসে সব পুড়ে ছাই। সাজানো সংসার আর সুন্দর করে গোছানো ঘরবাড়ি ফেলে রেখে মানুষ নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। ভয়াবহ আগুনে পুড়ে যাচ্ছে ক্রীড়াবিদদের পদক-বাড়ি-মূল্যবান জিনিসপত্রও।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন সাঁতারু গ্যারি হল জুনিয়রের স্বপ্নের ১০টি অলিম্পিক পদকও এই আগুনের শিখায় ভস্মীভূত হয়েছে। মেক্সিকোর ফুটবলার কার্লোস ভিলার বাড়িও পুড়ে ছাই। গৃহহীন হয়ে পড়েছেন এনবিএ-র দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের কোচ জেজে রেডিক।
 
 ১৯৯৬, ২০০০ ও ২০০৪ অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পদক এনে দিয়েছিলেন গ্যারি হল জুনিয়র। এই তিনটি  আসর থেকে পাঁচটি সোনা, তিনটি রুপো, ও দু'টি ব্রোঞ্জ  জিতেছিলেন তিনি। এ ছাড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পান ছ'টি পদক। 
মেয়ের সঙ্গেগল্প করছিলেন ৫০ বছরের এই সাঁতারু। হঠাৎ বিকট শব্দ আর ধোঁয়া। কোনও রকমে ঘর ছেড়ে বের হন তিনি। পদকগুলো সঙ্গে করে বের হতে পারেননি। তাঁর পাওয়া সব পদক পুড়ে গিয়েছে। একসময়ে এই পদকগুলো জিততে ঘাম ঝরাতে হয়েছিল তাঁকে। আগুনের গ্রাসে সব জ্বলে পুড়ে গিয়েছে।
