আজকাল ওয়েবডেস্ক: সহজেই টেলর ফ্রিৎজকে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে উঠে গিয়েছেন সপ্তম বাছাই নোভাক জকোভিচ। এবার সামনে কার্লোস আলকারাজ।
কোয়ার্টারের লড়াইয়ে জকোভিচ জিতেছেন ৬–৩, ৭–৫, ৩–৬, ৬–৪ গেমে। সার্বিয়ার তারকা প্রতিযোগিতায় প্রথম বার কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। যিনি মন শান্ত রাখতে নিজেকে ডুবিয়ে রেখেছেন গলফে। এদিকে, মেয়ের জন্মদিনের উপহার হিসাবে ম্যাচ জিতে কোর্টেই নাচতে দেখা গিয়েছে জকোভিচকে।
আরও পড়ুন: এশিয়া কাপে নামার আগেই ধাক্কা খেল পাকিস্তান, হেরে গেল আফগানদের কাছে
রেকর্ড গড়ে গ্র্যান্ড স্ল্যামের ৫৩ নম্বর সেমিফাইনালে উঠলেন নোভাক। ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন ১৪ বার। এই নজির জিমি কোনর্স ছাড়া আর কারও নেই। এ বছর প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জকোভিচ। কেরিয়ারে সাত বার এই কাজ করে দেখালেন। ম্যাচের পর জোকার বলেছেন, ‘খুব হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। যে কেউ জিততে পারত। দ্বিতীয় সেটে গুরুত্বপূর্ণ কিছু ব্রেক পয়েন্ট বাঁচাতে পেরে আমি ভাগ্যবান। দ্বিতীয় এবং তৃতীয় সেটের বেশির ভাগ সময়ে ফ্রিৎজ ভাল খেলেছে। শেষ গেমটা তো দুর্দান্ত হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে টেলর ডাবল ফল্ট করল।’
শুক্রবার পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজের বিরুদ্ধে নামবেন জকোভিচ। আলকারাজ এই ইউএস ওপেনে এখনও একটিও সেট হারাননি। মুখোমুখি সাক্ষাতে জকোভিচ ৫–৩ ব্যবধানে এগিয়ে। এই প্রথম ইউএস ওপেনে দেখা হচ্ছে দুই তারকা খেলোয়াড়ের।
এদিকে, সেমিফাইনালে ওঠার পর আলকারাজ জানিয়েছেন, মন শান্ত রাখতে এবং ফোকাস ধরে রাখতে তিনি গলফ খেলায় মন দিয়েছেন। কোয়ার্টারে জিরি লেহেচকার বিরুদ্ধে ম্যাচেই আলকারাজের মনঃসংযোগের নমুনা দেখা গিয়েছে। তাঁর শক্তি, টেকনিক এবং নিয়ন্ত্রণ শুরু থেকে শেষ পর্যন্ত একই ছিল। আলকারাজের কথায়, ‘গলফ খেলে তো ভালই লাগছে। তা হলে কেন বদলাতে যাব? ছুটি পেলেই গলফ খেলতে চলে যাচ্ছি।’ প্রাক্তন মাস্টার্স চ্যাম্পিয়ন সের্জিও গার্সিয়ার সঙ্গে গলফ অনুশীলন করছেন আলকারাজ। জানিয়েছেন, ২০২০ থেকে মন দিয়ে গলফ খেলা শুরু করেছেন। তাঁর কথায়, ‘খুব ছোটবেলায় বাড়ির সামনে অল্প স্বল্প গলফ খেলতাম। পছন্দ হত খেলাটা। তবে ২০২০–র পর থেকে আরও বেশি করে খেলা শুরু করি। গলফ কোর্সে চলে যাই এখন। গলফের প্রেমে পড়ে গিয়েছি। গলফ খেলতে নামলে মনে বেশ শান্তি আসে। নিজের খেলারও উন্নতি হয়।’
আরও পড়ুন: ইউএস ওপেনের শেষ চারে জোকার, ফ্রিৎজকে হারিয়ে নিলেন বদলা
এদিকে, ইউএস ওপেনে ফের একটি ঘটনা ঘটেছে। টেনিস তারকা সিনারের কিট ব্যাগ থেকে কিছু একটা জিনিস নিতে গিয়ে ধরা পড়ে যান এক দর্শক। ঘটনাটি ঘটেছে সিনারের ম্যাচের পর। তিনি দর্শকদের কাছে গিয়ে সই বিলোচ্ছিলেন। তখনই এক দর্শক সিনারের কিট ব্যাগের জিপার খুলে কিছু একটা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে সফল হননি। সামনেই ছিলেন এক নিরাপত্তারক্ষী। তিনি সঙ্গে সঙ্গে ওই দর্শকের হাত সরিয়ে দেন। সিনার তখন অন্য দিকে তাকিয়েছিলেন। তিনি ব্যাপারটি বুঝতে পারেননি। তার পরেই সাজঘরে ঢুকে যান।
