আজকাল ওয়েবডেস্ক:‌ কেমন আছেন নোভাক জকোভিচ?‌ তিনি অসুস্থ?‌ এটা ঘটনা, অসুস্থতা নিয়েই সাংহাই মাস্টার্স খেলছেন জকোভিচ। রবিবার ম্যাচের মাঝে কোর্টেই বমি করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। তা দেখেই প্রশ্ন তৈরি হয়েছে টেনিসপ্রেমীদের মনে। যদিও ইয়ানিক হ্যানফম্যানকে হারিয়ে প্রতিযোগিতার প্রি–কোয়ার্টার ফাইনালে উঠেছেন জকোভিচ।


এটা ঘটনা, সাংহাইয়ের গরম এবং আর্দ্রতায় সমস্যায় পড়ছেন খেলোয়াড়রা। টেনিস খেলার মতো পরিস্থিতি নেই। অনেকেই সমস্যায় পড়ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খেলতে হচ্ছে জকোভিচকে। রবিবার প্রচন্ড গরমের মধ্যেই খেলতে হয় সকলকে। বেশ কিছুক্ষণ খেলার পর অস্বস্তি অনুভব করেন জোকার। কোর্টের পাশে বমি করে ফেলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। খেলার মাঝে জোকারকে বমি করতে দেখে টেনিসপ্রেমীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জকোভিচ বলেছেন, ‘এখানকার আবহাওয়া অত্যন্ত অস্বস্তিকর। প্রায় সকলেরই সমস্যা হচ্ছে। প্রতিদিনই আর্দ্রতার পরিমাণ থাকছে ৮০ শতাংশের বেশি। এই পরিস্থিতিতে দিনে রোদের মধ্যে ম্যাচ খেলতে বেশি সমস্যা হচ্ছে। আমার বোধহয় একটু বেশিই হচ্ছে। এমন পরিস্থিতির সঙ্গে আমার শরীর মানিয়ে নিতে পারছে না। তা ছাড়া হ্যানফম্যান কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। কোর্টে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে একটু অস্বস্তি হচ্ছিল।’


প্রচন্ড গরমে অস্বস্তি হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি জকোভিচের। হ্যানফম্যানের বিরুদ্ধে তিন সেট লড়াই করতে হয়েছে তাঁকে। প্রথম সেট হেরেও ম্যাচ জিতেছেন। জোকারের পক্ষে ম্যাচের ফল ৪–৬, ৭–৫, ৬–৩। প্রি–কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ স্পেনের জাউমি মুনার।‌