আজকাল ওয়েবডেস্ক: পাক ক্রিকেটে ফের ডামাডোল। সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। এবার কে নেবেন দায়িত্ব? একাধিক সংবাদমাধ্যমের খবর, বাবরের জায়গায় আসতে চলেছেন মহম্মদ রিজওয়ান। সূত্রের খবর, ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ড রিজওয়ানের সঙ্গে দল নির্বাচন নিয়ে বৈঠক করেছে। সূত্রের আরও খবর, বাবরকে অধিনায়কত্ব ছাড়ার জন্য জোর করা হয়নি। তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন।
এটা ঘটনা, বাবর নিজের ব্যাটিংয়ে জোর দেওয়ার জন্যই অধিনায়কত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৯ সালে বাবর অধিনায়ক হন। কিন্তু পাকিস্তান কোনও মেজর টুর্নামেন্ট জিততে পারেনি। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল পাকিস্তান। তারপর ২০২৩ সালে বিশ্বকাপ কিংবা ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ–পাকিস্তান কোনও ছাপই রাখতে পারেনি। এদিকে ২০২৩ বিশ্বকাপের পর বাবর অধিনায়কত্ব ছেড়ে দেন। তখন টি২০ অধিনায়ক করা হয় শাহিন আফ্রিদিকে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ১–৪ ব্যবধানে হারার পর ফের তাঁকে সরিয়ে বাবরকে নিয়ে আসা হয়। তারপর থেকে বাবরই সাদা বলে অধিনায়ক ছিলেন। আর লাল বলে শান মাসুদ। কিন্তু বাবর ফের সরে দাঁড়ালেন।
প্রসঙ্গত, এখনও অবধি বাবর ৫৪ টেস্ট, ১১৭ একদিনের ম্যাচ ও ১২৩টি টি২০ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৩,৯৬২ ও ৫,৭২৯ এবং ৪,১৪৫ রান।
এই ডামাডোলের মধ্যে শুরু হচ্ছে পাকিস্তান–ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটা ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে। ১৫ তারিখ থেকে দ্বিতীয় টেস্টও মুলতানে। আর শেষ টেস্ট ২৪ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে।
