আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বর্ডার–গাভাসকার ট্রফিতে বুক চিতিয়ে লড়াই করেছিলেন চেতেশ্বর পুজারা। কিন্তু এবার তিনি আর দলেই নেই। আর তা নিয়ে ব্যাপক স্বস্তিতে অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলেউড।
পুজারা দেশের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন গত বছরের জুনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল সেটা। এটা ঘটনা, ২০১০ থেকে ২০২০ অবধি টেস্টে ভারতের মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম ছিল রাহানে ও পুজারা। কিন্তু দু’জনের কেউই এখন আর টিম ইন্ডিয়ার সদস্য নন। প্রসঙ্গত, দেশের হয়ে ১০৩ টেস্টে পুজারা করেছেন ৭,১৯৫ রান। গড় ৪৩.৬০। তার মধ্যে ১৯ শতরান ও ৩৫ অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬।
দেশের হয়ে পাঁচটি একদিনের ম্যাচও খেলেছেন পুজারা। ২০২১ সালের জানুয়ারিতে ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়ের পরেই পুজারার ব্যাটে রানের খরা শুরু হয়। এরপর ২২ টেস্টে পুজারা করেন মাত্র ১,০৮৪ রান। গড় মাত্র ২৯.২৯। ৪০ ইনিংসে মাত্র একটি শতরান ও সাতটি অর্ধশতরান ছিল। এরপরই দল থেকে ধীরে ধীরে বাদ পড়েন পুজারা।
যদিও এই ব্যাটারের প্রশংসা করে হ্যাজলেউড বলেছেন, ‘পুজারা যে দলে নেই এতে দারুণ খুশি। এর আগের অস্ট্রেলিয়া সিরিজে পুজারা দারুণ খেলেছিল। দীর্ঘক্ষণ উইকেটে সময় কাটিয়েছিল। তবে এই ভারতীয় দলও খুব ভাল। অনেক তরুণ ব্যাটার রয়েছে যারা মোড় ঘুরিয়ে দিতে পারে।’
প্রসঙ্গত, পার্থে প্রথম টেস্ট শুরু হচ্ছে ২২ নভেম্বর শুক্রবার থেকে।
