আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের আগে ফিটনেস টেস্ট হল ভারতীয় ক্রিকেটারদের। বর্তমানে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের ফিটনেস প্রসঙ্গে কথা উঠলেই ব্রঙ্কো টেস্টের কথা উঠে আসছে। ফিটনেস টেস্ট দিতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে হাজির ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা থেকে অর্শদীপ সিং, সবাই বর্তমানে বেঙ্গালুরুতে। তবে জানা গিয়েছে, ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট করা হয়নি। টিম ইন্ডিয়ার স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু এই টেস্ট চালু করার পরামর্শ দেন। কিন্তু রিপোর্ট অনুযায়ী, এবার ব্রঙ্কো টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়নি ভারতীয় ক্রিকেটারদের। শারীরিক চেকআপ, মোবিলিটি টেস্ট এবং ইয়ো ইয়ো টেস্ট হয়। কিন্তু কেন হল না ব্রঙ্কো টেস্ট?
বোর্ডের এক সূত্র জানান, এশিয়া কাপ খেলতে দল দুবাইয়ে জমায়েত হওয়ার পর হতে পারে ব্রঙ্কো টেস্ট। তিনি বলেন, 'এশিয়া কাপ খেলতে ভারতীয় দল দুবাইয়ে পৌঁছনোর আগে ব্রঙ্কো টেস্ট হতে পারে।' বুধবার রাতে দল দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। ৫ সেপ্টেম্বর থেকে আইসিসি অ্যাকাডেমিতে ট্রেনিং শুরু করবে টিম ইন্ডিয়া। যদি প্রয়োজন পড়ে দুবাইয়েই হবে ব্রঙ্কো টেস্ট। তবে এই টেস্ট কি দল বাছাইয়ে প্রভাব ফেলতে পারে? একেবারেই না। তবে বোর্ডের চুক্তিতে থাকা প্রত্যেক প্লেয়ারকে এই পরীক্ষা দিতে হবে। বিশেষ করে লম্বা বিরতির পর এবং মরশুম শুরুর সময়। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার পর লম্বা বিরতি পায় প্লেয়াররা। তারমধ্যে কয়েকজনকে এশিয়া কাপের জন্য বেছে নেওয়া হয়। টুর্নামেন্ট শেষ হলেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর একদিনের টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া পাড়ি দেবে ভারতীয় দল।
প্রাক্তন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই জানান, দায়িত্বে থাকা ব্যক্তির ওপর ফিটনেসের পুরো বিষয়টা নির্ভর করে। সোহম বলেন, 'বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর সময়, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে শঙ্কর বসুকে প্লেয়ারদের ফিটনেসের দেখভাল করতে বলা হয়। সবাই যাতে বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকে সেদিকে নজর দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর আমরা বছরে তিনবার ইয়ো ইয়ো টেস্ট চালু করি। তবে এটা কখনোই দল নির্বাচনের চাবিকাঠি ছিল না। এটা শুধুই ফিটনেস যাচাই করার প্রক্রিয়া।' কিন্তু কী এই ব্রঙ্কো টেস্ট? যাকে সবচেয়ে কঠিন ফিটনেস টেস্টের অ্যাখ্যা দেন এবি ডিভিলিয়ার্স।
সম্প্রতি ইয়ো ইয়ো টেস্টের পাশাপাশি টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে ব্রঙ্কো টেস্টও যোগ করেছেন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু। যা অনেকেই সমর্থন করেনি। ট্রেনিং প্রক্রিয়ায় আচমকা বদল নিয়ে সতর্কবার্তা দেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, 'ট্রেনার বদলালে, টেনিং পদ্ধতিও বদলায়। প্লেয়ারদের সমস্যায় পড়তে হয়। এর ফলে চোট-আঘাতের সমস্যা বাড়ে।' ফিটনেস টেস্টের প্রক্রিয়া না বদলানোর ডাক দেন প্রাক্তন তারকা স্পিনার। কি এই ব্রঙ্কো টেস্ট? ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে এবার নতুন পরীক্ষা চালু করতে চলেছে বিসিসিআই। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, বর্তমান ফিটনেস পরীক্ষার পাশাপাশি ভারতীয় ক্রিকেটে এবার যুক্ত হতে চলেছে রাগবি-ভিত্তিক ‘ব্রঙ্কো টেস্ট’। এই টেস্টে একাধিক শাটল রান করতে হয় - প্রথমে ২০ মিটার, তারপর ৪০ মিটার এবং শেষে ৬০ মিটার। মোট পাঁচ সেটে এই দৌড় সম্পূর্ণ করতে হয় খেলোয়াড়দের, তাও কোনও বিরতি ছাড়া। পুরো প্রক্রিয়া শেষ করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৬ মিনিট। ভারতীয় দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ আড্রিয়ান লে রু এই পরীক্ষা চালুর প্রস্তাব দেন। তাঁর মতে, বিশেষ করে দ্রুতগতির বোলারদের আরও বেশি দৌড় করানো জরুরি। কারণ ফিটনেস সমস্যার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দল ভুগেছে।
