আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশকে এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার পিসিবির জারি করা এক বিবৃতিতে জানানো হয়, পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩০ বছর বয়সি করবিন বশ চলতি বছরের ১৩ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি দলে ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে নির্বাচিত হন। অভিযোগ, পরবর্তীতে তিনি চুক্তিভঙ্গ করে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। চোটের কারণে ছিটকে যাওয়া লিজার্ড উইলিয়ামসের বদলি হিসেবে যোগ দেন তিনি। প্রোটিয়া তারকার এই একতরফা সিদ্ধান্তে অত্যন্ত হতাশ পিসিবি।
তবে তারকা ক্রিকেটার একটি বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন, পাকিস্তান সুপার লিগ থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে আমি গভীর অনুশোচনা প্রকাশ করছি। পাকিস্তানের সাধারণ মানুষ, পেশোয়ার জালমির ভক্ত এবং পুরো ক্রিকেট কমিউনিটির কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। করবিন বশ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এমআই কেপ টাউনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। অলরাউন্ডার হিসেবে তাঁর অবদানে রাশিদ খানের নেতৃত্বাধীন দলটি চ্যাম্পিয়ন হয়। তবে এই নিষেধাজ্ঞার ফলে করবিন বশ আগামী বছরের পিএসএলে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে পিসিবি।
