আজকাল ওয়েবডেস্ক: সাক্ষীর বিয়েতে তুমুল নাচে মেতে উঠলেন এমএস ধোনি। এটা শুনেই একটু খটকা লাগতে পারে। না, এই সাক্ষী সেই সাক্ষী নয়। তিনি ধোনির স্ত্রী নন, ঋষভ পন্থের বোন। বর্তমানে মুসৌরিতে রয়েছেন ধোনি, রায়নারা। মঙ্গলবার রাতে ঋষভের সঙ্গে ড্যান্স ফ্লোর মাতালেন ধোনি। সঙ্গী ছিলেন রায়না। এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে অবাক নেটিজেনরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর বোনের বিয়েতে যোগ দিতে সরাসরি দুবাই থেকে মুসৌরি উড়ে যান পন্থ। মেহেন্দি, সঙ্গীত এবং হলদির অনুষ্ঠানে যোগ দেন তারকা উইকেটকিপার। অনুষ্ঠানের ফটো এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন ঋষভের বোন সাক্ষী। বুধবার দীর্ঘদিনের প্রেমিক অঙ্কিত চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। 

বিয়েতে যোগ দিতে স্ত্রী সাক্ষীকে নিয়ে মঙ্গলবার বিকেলে মুসৌরি পৌঁছন ধোনি। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপভোগ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারই মধ্যে একটি ভিডিওতে ধোনি, রায়না এবং পন্থকে নাচতে দেখা যায়। কোনওরকম রাখঢাক, লজ্জা না করেই মন খুলে নাচতে দেখা যায় গুরু-শিষ্য জুটিকে। ছিলেন রায়নাও। বলিউডের ব্লকবাস্টার গান 'দমা দম মস্ত কালান্দার' গানের সঙ্গে লাফাতে দেখা যায় ধোনিকে। মাহিকে এইভাবে কখনও দেখা যায় না। মাঠে এবং মাঠের বাইরেও যথেষ্ট সংযত। কিন্তু পন্থের বোনের বিয়েতে যাবতীয় লজ্জা ত্যাগ করে উপভোগ করতে দেখা যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আইপিএল শুরু হতে আর ১০ দিন বাকি। তারপরই আবার হলুদ জার্সিতে চেন্নাইয়ের উইকেটের পেছনে দেখা যাবে তাঁকে। তার আগে বন্ধু এবং শিষ্য পন্থের বোনের বিয়েতে চুটিয়ে আনন্দ করে নিলেন ধোনি।