আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি বছর মোহনবাগানরত্ন পাচ্ছেন টুটু বোস। আগামী বছর পাবেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। একথা আগেই ঘোষণা করে দিয়েছিল মোহনবাগানের নতুন কার্যকরী কমিটি। মঙ্গলবার নতুন কমিটির কার্যকরী কমিটির বৈঠক শেষে অন্যান্য বার্ষিক পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করে দেওয়া হল ক্লাবের তরফে। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক শেষে সেরা খেলোয়াড়–সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলেন সচিব সৃঞ্জয় বোস।
এবছর মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। গত মরশুমে মোহনবাগান মাঝমাঠের স্তম্ভ হিসাবে উঠে আসেন মিজোরামের এই ফুটবলারটি। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পাচ্ছেন দীপেন্দু বিশ্বাস। গত মরশুমে মোহনবাগান রক্ষণে কোচ মোলিনার ভরসার পাত্র ছিলেন দীপেন্দু। সেরা ফরোয়ার্ডের পুরস্কার পাচ্ছেন অজি তারকা জেমি ম্যাকলারেন। গত মরশুমে আইএসএলে ১১টি গোল করেন তিনি।


এই বছর জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হচ্ছে রিপন মণ্ডলকে। গত মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেনস্থার শিকার হতে হয়েছিল রিপনকে। এছাড়া মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাচ্ছেন অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী। সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, এ বছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। অনুষ্ঠান করবেন সৌরেন্দ্র–সৌম্যজিত এবং ইমন।
পুরস্কার প্রাপকদের গোটা তালিকা:‌ মোহনবাগান রত্ন: স্বপনসাধন বোস
সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য (দু’‌জনেই মরণোত্তর)
সেরা সমর্থক: রিপন মণ্ডল
সেরা ক্রীড়া সংগঠক: অমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব)
সেরা রেফারি: মিলন দত্ত
সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়
সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা
সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস
সেরা ফরোয়ার্ড: জেমি ম্যাকলারেন
সেরা ফুটবলার: আপুইয়া
সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা
জীবনকৃতি: রাজু মুখোপাধ্যায়

এদিকে, দলবদলের বাজারে মোহনবাগানকে টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল। সম্প্রতি বিপিন সিং ও এডমুন্ড লালরিনডিকার চুক্তির কথা ঘোষণা করেছে লাল–হলুদ। এবার এফসি গোয়ার সাইড ব্যাক জয় গুপ্তকে সই করাল ইস্টবেঙ্গল। তাদের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও এফসি গোয়া সোশাল মিডিয়ায় জয়ের ইস্টবেঙ্গলে আসার কথা জানিয়ে দিয়েছে।


গোয়ার ক্লাবের তরফে জানানো হয়েছে, রেকর্ড চুক্তিতে লাল–হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন জাতীয় দলে খেলা সাইড ব্যাক। তাদের তরফ থেকে শুভেচ্ছাও জানানো হয়েছে জয়কে। কিন্তু কত টাকায় ইস্টবেঙ্গলে আসছেন তিনি? গোয়ার তরফ থেকে ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে, প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে লাল–হলুদ শিবিরে আসছেন জয়।

এটা ঘটনা, সম্প্রতি ইস্টবেঙ্গলের সাইড ব্যাক নিশু কুমার ক্লাব ছেড়েছেন। জয় গুপ্তের আগমনে অস্কার ব্রুজোর দলের রক্ষণভাগ আরও শক্তিশালী হল। বাঁপায়ে জোরালো শট আছে ২৩ বছর বয়সি ডিফেন্ডারের। দূরপাল্লার শটে গোলও আছে তাঁর। ২০২৩ সালে গোয়ার যোগ দেন তিনি। তার আগে পর্তুগালের ক্লাব এস্তোরিল ও স্পেনের ক্লাব এব্রে এসকোলা এস্পোর্টিভায় খেলেছেন। গোয়ার হয়ে ৪২টি ম্যাচে ২টি গোলও আছে তাঁর। দলবদলের বাজারে অভিষেক সিংকেও নজরে রেখেছিল ইস্টবেঙ্গল।