আজকাল ওয়েবডেস্ক: দলের হেড কোচ চলে গিয়েছেন বাড়িতে। জানা যাচ্ছে, সাপোর্ট স্টাফ, ফুটবলাররা সকলে বেতন সমস্যায় ভুগছেন। ম্যাচেও নামতে চাইছেন না অনেকে। এই অবস্থায় লিগ শীর্ষে থাকা মোহনবাগানের বিরুদ্ধে যে লড়াই চালাতে পারবে মহামেডান এটা ভাবেনও নি অনেকেই। ম্যাচেও একপ্রকার সেটাই হল। মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভের জায়গায় বেঞ্চে ছিলেন মেহরাজউদ্দিন ওয়াডু। ম্যাচের পর ফুটবলারদের মানসিকতা নিয়ে পরিষ্কার মুখ খুললেন তিনি। জানালেন,'ফুটবলাররা এমনিতেই মানসিক ভাবে পিছিয়ে। তার ওপর মোহনবাগানের মত দলের সঙ্গে খেলা। দলকে মানসিক ভাবে চাঙ্গা না করতে পারলে কিছু হওয়ার নেই। আরও কয়েকটা ট্রেনিং সেশন দরকার।' ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করতে হয়েছে মহামেডানকে।
ভাগ্য ভাল যে এদিন পাঁচ কিংবা ছয় গোল হয়নি শেষের দিকে বাগান ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ নষ্ট করায়। মেহরাজ জানালেন, 'আমরা ভাল শুরু করেছিলাম। কিন্তু প্রথম হাফে সেটপিস থেকে তিনটে গোল খেলা পুরো ঘুরিয়ে দিল। কাসিমভের লাল কার্ডটা আমাদের আরও পিছিয়ে দেয় ম্যাচ থেকে। শুধু আমরা নয়, মোহনবাগানের মত দলের বিরুদ্ধে দশ জন নিয়ে লড়াই করা যে কারোর পক্ষেই কঠিন।' তবে এত কিছুর পরেও দলের পাশে থাকলেন সাদা কালো ব্রিগেডের কোচ। বললেন, 'এই ফুটবলাররাই এতদিন দলের হয়ে লড়াই করেছে। মোহনবাগানের বিরুদ্ধেও লড়াকু ভাব নিয়েই খেলেছে দল, কিন্তু কাজে দেয়নি। আশা রাখব লিগের বাকি ম্যাচগুলোতে আমরা জিতব।'
