আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি একাধিক জল্পনা ছড়িয়েছে ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের। কিছুদিন আগেই গুজব ছড়ায়, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিরাজ। নেটমাধ্যমে ভাইরাল হয় দুজনের একটি ছবি। সেখানে পরে জানাই নিজেই স্পষ্ট করে জানিয়ে দেন, ভারতীয় পেসার স্পষ্ট করে দেন সিরাজের সঙ্গে তাঁর সম্পর্ক বড় দাদার মত। তবে এবার সামনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, নতুন এক সম্পর্কে জড়িয়েছেন সিরাজ।
এক প্রতিবেদন অনুযায়ী, সিরাজ অভিনেত্রী মাহিরা শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে জানা যাচ্ছে, তাঁরা এখনও সম্পর্কের একদম শুরুর পর্যায়ে রয়েছেন। তবে এখনও পর্যন্ত সিরাজ কিংবা মাহিরা কেউই এই সম্পর্কের প্রকাশ্যে স্বীকার করেননি। উল্লেখ্য, মহম্মদ সিরাজ এবং মাহিরা শর্মার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। ২০২৪ সালের নভেম্বর মাসে এই জল্পনার সূত্রপাত হয়, যখন সিরাজ মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন। তারপর তাঁরা দুজনে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতে শুরু করেন যা সম্পর্কের জল্পনায় এক নতুন মাত্রা যোগ করে।
প্রসঙ্গত, মাহিরা শর্মা হিন্দি জগতে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি বিগ বসের ফাইনালে উঠে তিন সংবাদে শিরোনামে আসেন। কিছুদিন আগে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটেছে মাহিরার। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরাও। সিরাজ এবং মাহিরার সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে। তবে বর্তমানে তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।
