আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পরে প্রথমবার প্রতিক্রিয়া দিলেন মহম্মদ সিরাজ। সোশ্যাল মিডিয়ায় সিরাজের সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। 

সিরাজের বাদ পড়ার প্রসঙ্গে দেশের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ''রোহিত বলেছেন, ''নতুন বলেই সিরাজ কার্যকর। বল পুরনো হয়ে গেলে সিরাজের কার্যকারিতা কমে যায়। সিরাজকে বাদ পড়তে হল, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। কিন্তু আমাদের কিছু করার নেই। নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারবে যারা, তাদেরই দলে নেওয়া হয়েছে। আমরা যাদের নিয়েছি, তারা নতুন বল, মাঝের ওভারে এবং শেষের দিকেও ভাল বোলিং করার ক্ষমতা রাখে। এই তিন জন বোলারকে দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারব বলেই আশা রাখি।''

যাঁর সম্পর্কে এত কথা, সেই সিরাজ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি জিমে রয়েছেন। সেখানে লেখা রিসেট, রিস্টার্ট, রিফোকাস। 
অর্থাৎ জাতীয় দল থেকে বাদ পড়ার পরে ফের নতুন লক্ষ্য নিয়ে এগোতে চাইছেন সিরাজ। ২০২২ সালের পর থেকে তিনিই ওয়ানডে ফরম্যাটে সফল। তবুও তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। দেশের মাটিতে বসে মহম্মদ সিরাজ  দেখবেন, তাঁর সতীর্থরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘাম ঝরাচ্ছেন। 

সবাই যখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি হবেন, তখন সিরাজ কী করবেন? ঘরোয়া টুর্নামেন্টে খেলতে দেখা যাবে হায়দরাবাদি পেসারকে। রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের আর একটিই ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে নামবেন সিরাজ। 

 

?ref_src=twsrc%5Etfw">January 20, 2025

৩০ জানুয়ারি রঞ্জি ট্রফিতে হায়দরাবাদ-বিদর্ভ ম্যাচ রয়েছে। তার আগে চলতি মাসের ২৩ তারিখ রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলা রয়েছে হায়দরাবাদ। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে নিজেকে নিংড়ে দেওয়ার পরে বিশ্রাম চাইছেন সিরাজ।