আজকাল ওয়েবডেস্ক: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মহম্মদ সামিকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা গিয়েছিল। এরপরই প্রশ্ন ওঠে রমজান মাসে তবে কি রোজা রাখছেন না সামি? এই বিষয়ে বিতর্কের সূত্রপাত হয়। এবার ভারতীয় ক্রিকেটারকে সমর্থন করে মুখ খুললেন তাঁর নিকট আত্মীয় মুমতাজ। তিনি জানালেন, ‘সামি দেশের জন্য খেলছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ও রোজা না রেখে ম্যাচ খেলছেন। এটা নতুন কিছু নয়। মহম্মদ সামিকে বলব, এসব কথায় কান না দিয়ে আগামী ৯ মার্চের ম্যাচের প্রস্তুতি নিতে’। সেমিফাইনাল ম্যাচে সামির পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। তিনি ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন এবং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

এখনও পর্যন্ত টুর্নামেন্টের চার ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। রোজা চলাকালীন এনার্জি ড্রিঙ্ক পান করা নিয়ে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভী বেনজির আক্রমণ করেন সামিকে। বলেন, ‘রোজা না রেখে সামি অপরাধ করেছেন। শরিয়তে এটি গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ থাকাকালীনও রোজা রাখেননি এবং প্রকাশ্যে জল পান করেছেন, যাতে সমাজের কাছে ভুল বার্তা পৌঁছেছে’। উল্লেখ্য, ইসলামিক ক্যালেন্ডারে নবম মাস রমজান মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র। এই সময়ে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করা হয়, যা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং আত্মসংযম ও আধ্যাত্মিক চিন্তার প্রতীক।