আজকাল ওয়েবডেস্ক: রনজি ট্রফির জন্য বাংলা দল ঘোষণা করেছে। বেশ কয়েকবছর পর ঋদ্ধিমান সাহা ফের দলে ফিরেছেন। মহম্মদ সামিকেও দলে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হল তিনি প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন? বোর্ডের কড়া নির্দেশ, ঘরোয়া ক্রিকেটে ফিটনেসের প্রমাণ নিয়েই জাতীয় দলে ফিরতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে সামিকে বাংলার দলে দেখা যাবে?
সূত্রের খবর, সামি এখনও পুরো ফিটনেস ফিরে পাননি। ফলে নিউজিল্যান্ড সিরিজে তিনি অনিশ্চিত। বিশ্বকাপের সময়েই তিনি চোটটা পেয়েছিলেন। তা নিয়েই বল করে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তিন ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপের পরেই অস্ত্রোপচার করান সামি। কেটে গেছে প্রায় একবছর। সামি এখনও পুরো সুস্থ হয়ে ওঠেননি।
সামি কিছুদিন আগেই বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে ফিটনেস প্রমাণ করতে তার কোনও দ্বিধা নেই। প্রসঙ্গত, এর আগে ২০২১–২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি শেষ খেলেছিলেন দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তারপর আর টেস্ট খেলেননি। তবে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন। এখন দেখার বাংলার দলে জায়গা গেলেও ভারতীয় দলে সামির শিঁকে ছেড়ে কিনা। সম্ভবত, ১১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করবে ভারত। সেই দলে সামি থাকবেন কিনা এখনও নিশ্চিত নয়।
