আজকাল ওয়েবডেস্ক:‌ পুরো সুস্থ। তবুও বর্ডার গাভাসকার ট্রফি খেলা হল না মহম্মদ সামির। বিসিসিআই সোমবার জানিয়ে দিয়েছে, এই সিরিজে সামির খেলা হচ্ছে না। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘‌সামি চোট সম্পূর্ণ সারিয়ে ফেলেছে। তবে রনজি ট্রফি খেলার সময় বাঁ কনুইয়ে একটা হালকা চোট লেগেছিল। তাই সামিকে আরও একটু সময় দেওয়া হল এই চোটটা সারিয়ে ফেলার। সেকারণেই বাকি দুই টেস্টের জন্য সামির নাম বিবেচনায় আসেনি।’‌ 


তাছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাও মাথায় রেখেছে বিসিসিআই। পাঁচ দিনের ক্রিকেটের ধকল হয়ত এখন সামির শরীর নিতে পারবে না। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই টিম ইন্ডিয়ার জার্সিতে কামব্যাক ঘটবে সামির।


বোর্ড জানিয়েছে, ‘‌বিসিসিআইয়ের মেডিক্যাল টিম সামির দিকে নজর রেখেছে। পুরো সুস্থ সামিকে দল চায়।’‌


প্রসঙ্গত, সুস্থ হয়ে ফেরার পর গত নভেম্বরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি ম্যাচে সামি ৪৩ ওভার বল করেছিলেন। তারপর সৈয়দ মুস্তাক আলি টি২০ টুর্নামেন্টে নয় ম্যাচ খেলেন। সেখানে অবশ্য প্রতি ম্যাচে চার ওভার বল করতে হয়েছিল। তবে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে সামি খেলেননি। তিনি রয়েছেন এনসিএতে। পুরো সুস্থ হওয়ার জন্য। বোর্ড জানিয়েছে, পুরো সুস্থ হলে তবেই সামিকে বিজয় হাজারে ট্রফি খেলার অনুমতি দেওয়া হবে।


প্রসঙ্গত, ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পরেই চোটের জন্য আর খেলতে পারেননি সামি। দীর্ঘ এক বছর পর তিনি বাংলার হয়ে রনজি খেলতে নামেন। কিন্তু ফের হালকা চোট পাওয়ায় বর্ডার গাভাসকার ট্রফি খেলা হল না সামির।