আজকাল ওয়েবডেস্ক: তাঁর কোচ বদরুদ্দিন সিদ্দিকি মনে করছেন অস্ট্রেলিয়ার মাটিতে অতি অবশ্যই মহম্মদ সামিকে নিয়ে যাওয়া উচিত। বঙ্গ পেসারের অভিজ্ঞতা কাজে লাগবে স্যর ডনের দেশে। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করছেন আসন্ন নিলামে সামির দাম কমতে পারে।
রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে কামব্যাক ঘটেছে সামির। ম্যাচে সাতটি উইকেট নেন তিনি। তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে বাংলা ১১ রানে হারিয়েছে উত্তর প্রদেশকে। কিন্তু চোট যে বড় বালাই। এই চোটের জন্যই আইপিএলের নিলামে শামির দাম কমতে পারে বলে আশঙ্কা করছেন মঞ্জরেকর।
তিনি বলেছেন, ''সামিকে নিয়ে অতি অবশ্যই উৎসাহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু সামির চোটের ইতিহাস এবং পুরোদস্তুর চোট সারিয়ে ফিরে আসার যে সময়, তা বিবেচনা করে দাম কমতেই পারে। কারণ কোনও একটা ফ্র্যাঞ্চাইজি যদি বিশাল দামে সামিকে কেনে এবং মাঝ মরশুমে চোটের কবলে পড়ে, তখন সমস্যা বাড়বে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির। এই আশঙ্কার জন্য়ই সামির দাম কমতে পারে।''
২০২৩ সালে সামি পার্পল ক্যাপ জিতেছিলেন। ১৭টি ম্যাচ থেকে ২৮টি উইকেট নিয়েছিলেন। ওয়ানডে বিশ্বকাপেও সামি ২৪টি উইকেট সংগ্রহ করেছিলেন। তার পরই চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে থাকেন। ফিরে এসে বাংলার হয়ে সাতটি উইকেট নিয়েছেন। তাঁর কোচ থেকে শুরু করে দেশের ক্রিকেটভক্তরা চাইছেন, সামিকে দ্রুততার সঙ্গে পাঠানো হোক অস্ট্রেলিয়ায়। সেখানে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে।
