আজকাল ওয়েবডেস্ক: বেশ কিছুদিন হল আন্তর্জাতিক ক্রিকেটের অঙ্গ নয় মহম্মদ সামি। চলতি মার্চে শেষবার ভারতের জার্সিতে দেখা যায় তারকা পেসারকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন। তারপর থেকে ফিটনেস সমস্যায় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সামি। যদিও আইপিএলে অংশ নেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলছেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচনা করা হয়নি তাঁর নাম। একদিনের বা টি-২০ দলে সুযোগ পাননি। যার ফলে অনেকেই মনে করছেন, সামির জন্য জাতীয় দলের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গিয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন তারকা পেসার। সামি বলেন, 'অনেক গুজব রটছে। মিমও ছড়িয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া নিয়ে লোকে আমার মতামত জানতে চায়। আমি শুধু বলতে চাই, দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। এটা নির্বাচক কমিটি, কোচ এবং অধিনায়কের সিদ্ধান্ত। ওদের যদি মনে হয় আমাকে দরকার, আমাকে নেবে। ওরা যদি ভাবে আরও কিছুটা সময় দরকার, সেটা ওদের বিষয়। আমি তৈরি। নিয়মিত প্র্যাকটিস করছি। আমার ফিটনেস ভাল জায়গায় রয়েছে। মাঠের বাইরে থাকলে, নিজেকে মোটিভেট করা কঠিন হয়ে যায়। আমি দলীপ ট্রফিতে খেলেছি। আমি খুবই স্বচ্ছন্দ বোধ করেছি। আমি প্রায় ৩৫ ওভার বল করেছি। আমার কোনও ফিটনেস সমস্যা নেই।'

রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। এই প্রসঙ্গে এদিন মুখ খোলেন তারকা পেসার। বোর্ডের এই সিদ্ধান্তের পক্ষেই তিনি। সামি বলেন, 'এই বিষয়ে সামি বলেন, 'এই প্রসঙ্গে প্রচুর মিম ঘুরছে। আমার মনে হয়, কোনও বাধা থাকা উচিত না। এটা বিসিসিআই নির্বাচক এবং কোচের সিদ্ধান্ত। শুভমন ইংল্যান্ডে ভারতের অধিনায়ক ছিল। ও গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। তাই ওর অভিজ্ঞতা আছে। কাউকে এই দায়িত্ব দিতেই হত। বিসিসিআই‌ শুভমনকে বেছেছে। তাই আমাদের এটা মেনে নেওয়া উচিত। লোকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এটা কারোর হাতে নেই। আজ কেউ অধিনায়ক, কাল অন্য কেউ হবে। এই সাইকেল চলতেই থাকবে।' 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের সিরিজ থেকে বাদ পড়েছেন মহম্মদ সামি। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলের দরজা তারকা পেসারের জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরম্যান্স নেই সামির। গত মাসে ৩৫ বছরে পা রেখেছেন। এই পরিস্থিতিতে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করা অত্যন্ত কঠিন। চলতি বছরের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার খেলেন সামি। কিন্তু চোট-আঘাতের জন্য মাঝে শুধুই ঘরোয়া ক্রিকেটে খেলেন। কিন্তু তেমন নজর কাড়তে পারেননি। সেই কারণেই তাঁকে অস্ট্রেলিয়া সফরের জন্য বিবেচনা করা হয়নি।