আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির চারটে ম্যাচ একই স্টেডিয়ামে খেলেছে ভারত। এই নিয়ে তুমুল চর্চা চলছে চারিদিকে। রোহিত শর্মা, গৌতম গম্ভীররা মেনে না নিলেও, বিষয়টি স্বীকার করে নিলেন মহম্মদ সামি। ভারতের তারকা পেসার স্পষ্ট জানিয়ে দিলেন, দুবাইয়ে সব ম্যাচ খেলায় তাঁদের সুবিধা হচ্ছে। সামি বলেন, 'অবশ্যই এটা আমাদের সাহায্য করেছে। কারণ আমরা পরিবেশ এবং পরিস্থিতি জানি। পিচের চরিত্রও জানা। সব ম্যাচ একই জায়গায় খেলার সুবিধা আছে।' অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে ৩ উইকেট নেন সামি। তিন দিনে দুটো ম্যাচ খেলতে হয়েছে। যার ফলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আশ্বস্ত করলেন তারকা পেসার। জানান, লম্বা স্পেলের জন্য তিনি তৈরি। সামি বলেন, 'আমি নিজের ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। দলের সাফল্যে আরও অবদান রাখতে চাই। লম্বা স্পেল বল করার জন্য আমি তৈরি।' 

একই ভেন্যুতে ভারতের সব ম্যাচ খেলা নিয়ে জোর চর্চা চলছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া বিভিন্ন দলের প্রাক্তনরা টিম ইন্ডিয়ার দিকে আঙুল তুলছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ রোহিত শর্মা, গৌতম গম্ভীররা।‌ সেমিফাইনালের আগে এই প্রসঙ্গে মুখ খোলেন ভারত অধিনায়ক। জানান দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাঁচ-ছ'টা পিচ ব্যবহার করা হচ্ছে। তাই তাঁদেরও প্রত্যেক ম্যাচে নতুনভাবে মানিয়ে নিতে হচ্ছে। ফাইনালে ওঠার পর এই প্রসঙ্গ ফুৎকারে উড়িয়ে দেন গৌতম গম্ভীর। দাবি করেন, তাঁরা যে মাঠে প্র্যাকটিস করে, তার সঙ্গে দুবাই স্টেডিয়ামের পরিবেশ এবং পরিস্থিতির কোনও মিল নেই। পাল্টা সমালোচকদের আক্রমণ করেন। জানান, কিছু লোকজনের কান্নাকাটি করা স্বভাব।