আজকাল ওয়েবডেস্ক: যে ফ্র্যাঞ্চাইজির জন্য ১৮ বছর ধরে ঘাম ঝরালেন বিরাট কোহলি, সেই ফ্র্যাঞ্চাইজি কি কিংবদন্তির আবেগের দাম দিয়েছে?
ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি সম্প্রতি যে তথ্য জানিয়েছেন, তাতে এই প্রশ্ন ওঠা অনিবার্য। বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল আরসিবি। এমন বিস্ফোরক দাবি করে বসেছেন মইন। আর তাঁর এহেন দাবিতে নড়চড়ে বসেছে দেশের ক্রিকেটমহল। মইনের বড় সড় দাবি, ২০১৯ সালে বেঙ্গালুরু কোচ গ্যারি কার্স্টেনের আমলে পার্থিবকে প্রায় ক্যাপ্টেন করে ফেলেছিল বেঙ্গালুরু।
আরও পড়ুন: 'স্টোকস সেঞ্চুরি করার পরে কেন ডিক্লেয়ার করা হল না', ইংল্যান্ডের 'গলাবাজি' নিয়ে সরব গাভাসকর ...
কার্স্টেনের কোচিংয়ে ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল। তাঁর ও মহেন্দ্র সিং ধোনির পার্টনারশিপ সাফল্য পেয়েছিল। সেই মেগা টুর্নামেন্ট শুরুর আগে যুবরাজ সিংকে দলে নেওয়া নিয়ে নির্বাচকদের সঙ্গে রীতিমতো তর্ক বিতর্ক করেছিলেন কার্স্টেন ও ধোনি। শেষপর্যন্ত তাঁদেরই জিত হয়। যুবি খেলেন এগারোর বিশ্বকাপে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিবেচিত হন পঞ্জাবতনয়। সেই কার্স্টেন জমানাতেই নাকি কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে ক্যাপ্টেন প্রায় করে ফেলেছিল বেঙ্গালুরু!
২০১৩ সাল থেকে বেঙ্গালুরুর অধিনায়কত্ব করেছেন কোহলি। ২০২১ সাল পর্যন্ত কোহলির হাতেই থেকেছে দলের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। সেই বছর টুর্নামেন্টের বল গড়ানোর আগেই কোহলি জানিয়ে দেন, তিনি আর দলকে নেতৃত্ব দেবেন না।
সেই প্রসঙ্গে মইন বলেছেন, ''আমার মনে হয় পার্থিবকে প্রায় অধিনায়ক করা হচ্ছিল। গ্যারি কার্স্টেন চেয়েছিলেন ক্যাপ্টেন হোক পার্থিব।'' আরসিবি-কে ব্র্যান্ডে পরিণত করার পিছনে কোহলির অবদান অনস্বীকার্য।
বহির্বিশ্বে আরসিবি একটা ব্র্যান্ডে পরিণত হয়। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও কোহলির নেতৃত্বে আরসিবি কিন্তু টুর্নামেন্ট জিততে পারেনি। ২০১৬ সালে ফাইনালে পৌঁছেও আরসিবির হাতে ওঠেনি ট্রফি। ৯টি মরশুম আরসিবিকে নেতৃত্ব দেন কোহলি। তার মধ্যে গ্রুপ পর্ব থেকে পাঁচবারই বিদায় নেয় বেঙ্গালুরু।
২০১৯ সালে ১৪ ম্যাচের মধ্যে ৮টিতেই হার মানে বেঙ্গালুরু। সেই মরশুমের মাঝপথে কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার গ্যারি কার্স্টেন। মইন পুরনো গল্প তুলে ধরলেন। মইন বলেন, ''পার্থিব প্রায় অধিনায়ক হয়ে যাচ্ছিল। গ্যারি কার্স্টেন চেয়েছিল ক্যাপ্টেন হোক পার্থিব। ওর ক্রিকেট মস্তিষ্ক ক্ষুরধার। এটা নিয়েই আলোচনা হয়েছিল সেই সময়ে। তবে শেষমেশ পার্থিবের হাতে কেন এল না দলের রিমোট কন্ট্রোল, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু আমি নিশ্চিত পার্থিবের কথা ভাবা হচ্ছিল অত্যন্ত গুরুত্ব সহকারে।''

কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেল ক্যাপ্টেন, মইনের এহেন দাবিতে অনেকেই নড়েচড়ে বসতে পারেন। অনেকেরই মনে হতে পারে, এই দাবি ঠিক নয়।
কিন্তু ঘরোয়া ক্রিকেটে পার্থিবের সুনাম রয়েছে। গুজরাট টাইটান্সের সহকারী কোচ তিনি। দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শদাতা হিসেবেও দায়িত্বও পালন করেছেন পার্থিব। তবে পার্থিবের হাতে ওঠেনি আরসিবি-র দায়িত্ব। কোহলি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে আরসিবি-র ক্যাপ্টেন ছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফ্যাফ ডু প্লেসিস।
২০২৫ সালে ডু প্লেসিসের জায়গায় ক্যাপ্টেন করা হয় রজত পাতিদারকে। তাঁর নেতৃত্বে আরসিবি প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়। বিরাট কোহলির স্বপ্নপূরণ হয়। কিন্তু মইন আলি এর মধ্যেই বিস্ফোরক দাবি করে জানিয়ে দিলেন, কোহলির হাত থেকে নেতৃত্বের রিমোট কন্ট্রোল সরিয়ে পার্থিবের হাতে তুলে দিতে চেয়েছিলেন গ্যারি কার্স্টেন।
