আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে আরও একটি টেস্টে হার। সিরিজ জয়ের সম্ভাবনা শেষ। সিডনি টেস্ট জিতলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহের জন্য শ্রীলঙ্কার শরণাপন্ন হতে হবে। মেলবোর্ন টেস্ট হারের পর হতাশা লুকোনোর চেষ্টা করেননি রোহিত শর্মা। সরাসরি জানান, এই হারে তাঁরা মানসিকভাবে বিধ্বস্ত। মেনে নেন, তাঁরা লড়াই করতে পারেনি। সিরিজ ১-২ এ পিছিয়ে পড়ার পর রোহিত বলেন, 'আমরা যা করতে এসেছিলাম, সেটা করতে না পারায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। খুবই হতাশজনক। ম্যাচ জেতার প্রক্রিয়া আছে। আমরা এখানে সেটা খুঁজে বের করতে পারিনি। আমরা শেষপর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পারিনি।'

দ্বিতীয় ইনিংসে একটা সময় ৯০ রানে ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। লিড তখন ২০০ রানের নীচে ছিল। কিন্তু সেখান থেকে ৩৪০ রানের লিড নেয় অজিরা। ভারতের নেতা মেনে নিলেন, তাঁর দল এই পরিস্থিতির ফায়দা তুলতে পারেনি। রোহিত বলেন, '৯০ রানে ৬ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। আমরা জানতাম পরিস্থিতি কঠিন হতে পারে। তবে এরকম পরিস্থিতিতে আমরা ভাল ক্রিকেট খেলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ওরা লড়াই করে। বিশেষ করে শেষ উইকেট পার্টনারশিপ। সেখানেই ম্যাচটা বেরিয়ে গিয়েছে। আমরা জানতাম ৩৪০ রান তাড়া করা সহজ হবে না। আমরা শেষ দুই সেশনের জন্য উইকেট হাতে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা খুব ভাল বল করেছে।' নীতিশ কুমার রেড্ডির ভূয়সী প্রশংসা করেন রোহিত।