আজকাল ওয়েবডেস্ক: যা হওয়ার ছিল, তাই হল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও মানোলো মার্কেজের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল।
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকং ম্যাচের বল গড়ানোর আগেই মানোলো ইহ্গিত দিয়েছিলেন, এই ম্যাচের পরেই তিনি সরে যাবেন। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি মানোলোর সিদ্ধান্তকে মেনে নিলেন। মানোলো এবার এফসি গোয়ার ডাগআউটে থাকবেন। এবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।
এই আবহেই শোনা যাচ্ছে দেশের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সঞ্জয় সেন। তাঁর হাত ধরেই মোহনবাগান আই লিগ জিতেছিল। বাংলাকে সন্তোষ ট্রফি এনে দিয়েছেন তিনি। আগামী মরশুমে বাংলার সন্তোষ ট্রফি কোচ হিসেবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অভিজ্ঞ সঞ্জয়ের নামই প্রস্তাব করেছেন। তবে সঞ্জয় সেন চূড়ান্ত কিছু জানাননি।
এদিকে ভারতীয় দল হতশ্রী পারফরম্যান্স তুলে ধরেছে। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে ভারত। হংকংয়ের কাছে হেরে এসেছে। তাঁর কোচিংয়ে ভারত আটটি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে কেবল একটিতে। তাও আবার সেটি ছিল মালদ্বীপের সঙ্গে প্রীতি ম্যাচ।
