আজকাল ওয়েবডেস্ক: স্যান্টিয়াগো বার্নিবিউ এমবাপেময়। ফরাসি তারকার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে পেপ গার্দিওলার দলকে ৩-১ গোলে হারাল রিয়েল মাদ্রিদ। দুই লেগের নক আউট প্লে অফে গড়ে ৬-৩ গোলে জয় রিয়াল মাদ্রিদের। বুধ রাতে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৪, ৩৩ এবং ৬১ মিনিটে তিন গোল ফরাসি তারকার। বেঞ্চে বসে দলের আত্মসমর্পণ দেখলেন আর্লিং হালান্ড। একজন সুপারস্টার স্ট্রাইকার মাঠের বাইরে থেকে আরেকজনের দাপট দেখলেন। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় এদিন প্রথম একাদশে ছিলেন না হালান্ড। দুই লেগের প্লে অফে ম্যাঞ্চেস্টারে ভাগ্যের জোরে গোল পেয়েছিলেন এমবাপে। কিন্তু মাদ্রিদের তিনটে গোলই ক্লাসের পরিচয় দেয়। সিটির গোলকিপার এডার্সনের মাথার ওপর দিয়ে লব করে রিয়েলকে এগিয়ে দেন তারকা ফুটবলার। নীচু শটে বিপক্ষের ডিফেন্ডার জস্কো ভার্দিওলকে পরাস্ত করে দ্বিতীয় গোল করেন এমবাপে। পেনাল্টি বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরাল শটে হ্যাটট্রিক সম্পন্ন করেন ফরাসি তারকা।
নব্বই মিনিটের শেষে ম্যাচের নায়ক বলেন, 'আমি সবসময় বলেছি যে শুধুমাত্র স্বপ্নপূরণ করতে আমি এখানে আসিনি। আমি ভাল খেলতে চাই। নিজের ছাপ রাখতে চাই।' মোনাকো এবং পিএসজিতে কোনওদিন চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি। এবার রিয়ালের হয়ে সেই স্বপ্নের পেছনে ছুটছেন এমবাপে। চোটে জর্জরিত ম্যান সিটি বিপক্ষের ডেরায় কোনও প্রতিরোধ গড়তে পারেনি। সেপ্টেম্বর পর্যন্ত নেই রড্রি। কেভিন ডি ব্রুইনও নিয়মিত নয়। তারওপর চোট হালান্ডের। এই অবস্থায় পুরোপুরি একপেশে ম্যাচ হয়। শেষলগ্নে গঞ্জালেজের গোল শুধুই সান্ত্বনা পুরস্কার। রিয়েল কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'এটা কমপ্লিট পারফরম্যান্স। অ্যাটাক, ডিফেন্স, বল নিয়ে এবং বল ছাড়া। আমরা উন্নতমানের ফুটবল খেলেছি। পারফেক্ট রাত।' চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ব্রেস্টকে ৭-০ গোলে হারায় প্যারিস সাঁ জা। গড়ে ১০-০ তে জয়। শেষ ষোলোয় লিভারপুল বা বার্সেলোনার মুখোমুখি হবে এমবাপের প্রাক্তন দল।
