আজকাল ওয়েবডেস্ক: গত ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয়ের রাস্তায় ফিরিয়েছিলেন লিও মেসি। সেই ধারা বজায় রেখেছেন আর্জেন্টাইন তারকা। মায়ামির হয়ে ফের জোড়া গোল করেন তিনি। অ্যাসিস্টও দুই।
মেজর লিগ সকারে কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করার পথে একটি রেকর্ডও গড়েন মেসি। প্রাক্তন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি।
১৩ মিনিটে মেসির অ্যাসিস্টে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। ২ মিনিট পর কলম্বাস গোলরক্ষকের ভুলে গোল করলেন স্বয়ং মেসি। মায়ামি এগিয়ে যায় ২-০ গোলে।
২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে ছিটকে দেন মেসি। ৫৮ মিনিটে এক গোল শোধ করে কলম্বাস। ৬৪ মিনিটে লুইস সুয়ারেজ ৪-১ করেন। ম্যাচের শেষ লগ্নে মেসির পাস থেকে মায়ামির পঞ্চম গোলটি করেন ফাফা পিকাল্ট।
এই বিরাট জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি।
