আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবে মেসি-মেসি চিৎকারে মেজাজ হারিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এবার উল্টো ঘটনা দেখা গেল ভ্যানকুভারে। রোনাল্ডোর সাত নম্বর জার্সি তাঁর সামনে ওড়ানোয় মেজাজ হারালেন শান্ত স্বভাবের লিওনেল মেসি।
ইদানীং মেসি মেজাজ হারাচ্ছেন। এই দৃশ্য আগে কখনওই দেখা যায়নি।
২০২৫ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মায়ামি ২-০ গোলে হার মানে ভ্যান্কুভার হোয়াইটক্যাপসের কাছে।
ম্যাচ হেরে গেলে কারই বা ভাল লাগে। মেসিরও মেজাজ ঠিক ছিল না। মাঠ ছেড়ে লকার রুমের দিকে যাওয়ার সময়ে গ্যালারি থেকে এক ভক্ত রোনাল্ডোর সাত নম্বর জার্সি মেসির সামনে তুলে ধরেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by beIN SPORTS USA (@beinsportsusa)
এই বিষয়টা ভাল ভাবে নেননি আর্জেন্টাইন মহাতারকা। সাধারণত মাঠের ভিতরে মেসি বিতর্ক এড়িয়েই চলেন। প্রতিপক্ষের প্ররোচনায় পা দেন না। গ্যালারি থেকে উড়ে আসা শব্দবন্ধনী তাঁকে উত্তেজিত করত না এতদিন। কিন্তু ইন্টার মায়ামিতে এসে কি স্বভাব বদলে গেল মেসির?
সেই ভক্তের প্ররোচনায় মাথা গরম হয়ে যায় মেসির। লকার রুমে যাওয়ার পথে মেসি বলেন, ''ওকে দেখার জন্য তাহলে আরবে চলে যাও। ওখানে গিয়ে ওকে দেখো।''