আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়লেন কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগের দল ঘোষণা করেন দিদিয়ের দেশঁ। তাতে নেই ফ্রান্সের অধিনায়কের নাম। উরুর চোট সারিয়ে বুধবার মাঠে ফেরেন এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন। কিন্তু ফ্রান্সের জার্সিতে ইজরায়েল এবং বেলজিয়ামের বিরুদ্ধে দেখা যাবে না তাঁকে। এমবাপেকে বিশ্রাম দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেন দেশঁ। ফ্রান্সের কোচ বলেন, 'কিলিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে। ওর চোট গুরুতর নয়। তবে আমি কোনও ঝুঁকি নিতে চাই না। সেই কারণেই ওকে দলে রাখিনি।' 

১০ অক্টোবর ইজরায়েলের বিরুদ্ধে খেলবে ফ্রান্স। মধ্যপ্রাচ্যে নিরাপত্তাজনিত সমস্যা থাকায় ম্যাচ সরিয়ে বুদাপেস্টে নিয়ে যাওয়া হয়েছে। ১৪ অক্টোবর বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ। দুই ম্যাচে তিন পয়েন্ট ফ্রান্সের। ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি। গ্রিজম্যান অবসর ঘোষণা করার পর এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে নামবে ফ্রান্স। দেশঁ জানিয়ে দিলেন, দল তাঁকে মিস করবে। প্রয়োজনে খেলার সিস্টেমও বদলাতে হতে পারে। দেশঁ বলেন, 'ওর প্রভাব এতটাই ছিল যে হয়তো আমরা একই ধরনের খেলা চালিয়ে যেতে পারব না। আমি সিস্টেম বদলাতে চাই না। তবে ওর পজিশনে কোনও বিকল্প ফুটবলারও খুঁজব না।' এমবাপের পাশাপাশি দলে রাখা হয়নি কন্তেকেও।