আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলকে নিয়ে মাতামাতি বেশি হয়। এশিয়ার বাইরে তাঁর পারফরম্যান্স ভাল নয়। 

অস্ট্রেলিয়ার মাটিতে একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউই পরিস্থিতির চাপ নিয়ন্ত্রণ করতে পারেননি। নীতীশ কুমার রেড্ডি, ঋষভ পন্থ এবং কেএল রাহুল মাঝে মাঝে জ্বলে উঠেছেন। 

সম্মিলিত ভাবে ভারতীয় দল খেলতে পারেনি। 

শুভমান গিলকে বলা হত, ভবিষ্যতের তারকা। নির্বাচকদের কাছ থেকেও প্রয়োজনীয় সাহায্য পেয়েছিলেন। কিন্তু বিদেশের মাটিতে গিলের পারফরম্যান্স প্রত্যাশাপূরণ করতে পারেনি। বড় মঞ্চে তিনি কি বড় ইনিংস খেলতে পারবেন? সংশয় তৈরি হয়েছে গিলকে নিয়ে। 

ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত তরুণ গিলের সমালোচনা করে বলছেন, ''আমি আগাগোড়া বলে আসছি গিলকে নিয়ে মাতামাতি বেশি হয়। ওকে অতিরিক্ত মূল্যবান ক্রিকেটার বলে ধরে নেওয়া হয়েছে।''

শ্রীকান্তের মতে, গিলকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু অন্য কাউকে সেই সুযোগ দেওয়া হয় না। দেশের প্রাক্তন ওপেনার বলেছেন, ''গিলকে যে পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে, সূর্যকুমার যাদবকে তো সেই পরিমাণ সুযোগ দেওয়া যেত টেস্ট ফরম্যাটে। টেস্টে শুরুটা ভাল করেনি ঠিকই সূর্যকুমার। কিন্তু ওরে টেকনিক এবং ক্ষমতা রয়েছে। তবুও নির্বাচক এবং ম্যানেজমেন্ট  ওকে সাদা বলের ফরম্যাটে ঠেলে দিয়েছে। নতুন প্রতিভার খোঁজ করতে হবে।''

ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে শ্রীকান্তের অনুরোধ, গিলকে বহু সুযোগ দেওয়া হয়েছে। এবার রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শনদের সুযোগ দেওয়া হোক বেশি করে। 

ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ''রুতুরাজ গায়কোয়াড় প্রথম শ্রেণির ক্রিকেটে খুব পারফরম্যান্স করেছে। কিন্তু ওকে নেওয়া হয় না। ভারতীয় এ দলের হয়ে সফরে সাই সুদর্শন দুর্দান্ত খেলেছে। এই খেলোয়াড়দের সুযোগ দেওয়া হোক। এদের দিকে না তাকিয়ে নির্বাচকরা কেবল গিলকেই সুযোগ দিয়ে যাচ্ছে।''