আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেট জুড়ে তাঁর শাবাশি চলছে। সকলে তাঁর গুণগান গাইছে। হঠাৎ কি এমন করে ফেললেন আইপিএল নিলামের অন্যতম বড় চমক? না, কোনও রেকর্ডবুকে নাম তোলেননি। গড়েননি কোনও নজিরও। বৃহস্পতিবার কেরলের বিরুদ্ধে গোড়ালিতে চোট পাওয়া সত্ত্বেও দলের স্বার্থে ব্যাট করতে নামেন মধ্যপ্রদেশের তারকা ক্রিকেটার। সফলও হন। তাতেই তাঁর পিঠ চাপড়ানো হচ্ছে। বলা হচ্ছে, 'আমাদের আইয়ার ফাইটার।' এবার ২৩.৭৫ কোটির বিশাল অঙ্কে ভেঙ্কটেশ আইয়ারকে কেনে কলকাতা নাইট রাইডার্স। ৪৯ রানে মধ্যপ্রদেশ ৪ উইকেট হারানোর পর প্রথম নামেন বাঁ হাতি। মাত্র তিন বল খেলার পরই গোড়ালি মচকে যায়। মাটিতে লুটিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন। চোটের গুরুত্ব এতটাই ছিল, তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কিন্তু আবার ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ। 

চোট সারিয়ে নেমে ৪২ রান করেন। আইয়ারের এই মনোবলের ভূয়সী প্রশংসা হয় নেটমাধ্যমে। তাঁর আইপিএল দল কেকেআর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করে। সেখানে ঘটনার টাইমলাইন উল্লেখ করে আছে। সকাল সাড়ে এগারোটায় গোড়ালিতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন আইয়ার। মাঠে ফিরে বেলা সাড়ে তিনটেয় গুরুত্বপূর্ণ ৪২ রান করে আউট হন। ১৬০ রানে শেষ হয় মধ্যপ্রদেশের ইনিংস। তবে প্রশংসা কুড়োন ভেঙ্কটেশ। মধ্যপ্রদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী শুভম শর্মা। ৫৪ রান করেন দলনেতা। কেকেআর এবার আইপিএলের মেগা নিলামে ১৫ জন প্লেয়ার কিনেছে। তারমধ্যে সবচেয়ে বেশি দামে কেনা হয় ভেঙ্কটেশকে। তাঁকে রিটেন করা না হলেও, নিলামে আইয়ারকে পেতে অলআউট ঝাঁপায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। আসন্ন আইপিএলে ভেঙ্কিকে কেকেআরের অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে।