আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার এমার্জিং টেস্টে রিপন মণ্ডলের দিকে তেড়ে এলেন দক্ষিণ আফ্রিকার বোলার এনতুলি। রিপনের হেলমেট ধরে টান দেন এই প্রোটিয়া বোলার। তাঁদের মারামারির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার হজম করা রিপন তাঁর মা-বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলেন, একদিন বিশ্ববন্দিত পেসার হবেন। টেনিস বলে ক্রিকেট খেলে তিনি নজর কাড়েন। সবাই বলতেন, ''এত জোরে বল করিস। তোর কিন্তু ক্রিকেট বলে খেলা উচিত।'' 

বাংলাদেশের রিপন মণ্ডলের জীবনের গতিপথটাই বদলে গেল। ২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রিপন।  আইসিসির টুর্নামেন্ট সেরা একাদশেও জায়গা পেয়েছিলেন তিনি। 

 

?ref_src=twsrc%5Etfw">May 28, 2025


ছ'ফুটের কাছে উচ্চতা। মা-বাবার একমাত্র সন্তান। শুধু ক্রিকেট খেলবেন বলেই পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছিলেন। বিশ্বসেরা বোলার হতে চেয়েছিলেন। তাঁর আদর্শ ডেল স্টেইন। সেই স্টেইনের দেশের বোলারই কিনা বিশ্রী ভাবে মারলেন রিপনকে।