আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে লোকেশ রাহুলের ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। এহেন ভারতীয় তারকা ফর্মে ফেরার জন্য বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পিচ। ভারত এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে নেমেছে অস্ট্রেলিয়া এ দল। প্রথম দিন 'ডাহা ফেল' ভারতীয় ব্যাটাররা।

ব্যতিক্রম ধ্রুব জুড়েল। ১৮৬ বলে ৮০ রান করেন তিনি। কিন্তু বেশি চর্চা হয় লোকেশ রাহুলকে নিয়ে। স্যর ডনের দেশের মাটিতেও তিনি ব্যর্থ হন। ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল। টিকলেন মাত্র ৪ বল। আউট হয়ে যাওয়ার আগে বাউন্ডারিও মেরেছিলেন লোকেশ রাহুল। তাঁর ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৪ রানে।

বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ টিকলেন মাত্র ৩ বল। খাতা না খুলেই ফিরলেন প্যাভিলিয়নে। কিন্তু বেশি আলোচনা হল লোকেশ রাহুলকে নিয়ে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, ''কে এল রাহুল মিডল অর্ডার ব্যাটার হিসেবে শুরু করেছিলেন। ব্যর্থ হন। ওপেন করতে পাঠানো হয় তাঁকে। সেখানেও ব্যর্থ হন। মিডল অর্ডারে ফেরত পাঠানো হয় রাহুলকে। ব্যর্থ হওয়ায় ওপেন করতে নামেন। দলে তাঁকে রাখার জন্য কত পরিবর্তনই না করা হল। ঘরোয়া  ক্রিকেটারদের কোনও মূল্যই নেই, তাদের উপরে নেই শ্রদ্ধাও।'' 

?ref_src=twsrc%5Etfw">November 7, 2024

 

নেট দুনিয়ায় আর এক ভারতীয় ভক্ত লেখেন, ''রোহিত শর্মা ও গৌতম গম্ভীর ইচ্ছা করে লোকেশ রাহুলের কেরিয়ার ধ্বংস করছে। কেএল রাহুলও বোকা। দলের সব দাবি ও মেটানোর চেষ্টা করছেই বা কেন! লোকেশ রাহুল তো ব্র্যাডম্যান নয়!''

ভারতীয় এ দলের ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এ দল দিনের শেষে করেছে ২ উইকেটে ৫৩ রানে।