আজকাল ওয়েবডেস্ক: টুর্নামেন্টের শুরুর দিকে ভাল খেললেও পরপর দু'ম্যাচে হার মহামেডানের। মোহনবাগানের কাছে হারের পর এবার কেরালার কাছে হারতে হল সাদা কালো বাহিনীকে। উল্টে সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হল ফুটবলারদের। মাঠে উড়ে এল বোতল, বাজি। খেলা থামিয়ে দিতে বাধ্য হলেন রেফারি। তবে লাভ কিছু হয়নি। ২-১ গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে হারল মহামেডান।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দল। তবে আক্রমণ ভাগ শক্তিশালী হওয়ায় বেশি অ্যাটাকের পরিমাণ ছিল কেরালারই। কাউন্টার অ্যাটাকে আক্রমণে ওঠার সময় ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় মহামেডান। ২৮ মিনিটে পেনাল্টি থেকে মহামেডানকে এগিয়ে দেন কাসিমভ। প্রথমার্ধের বাকি সময় আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেও গোল পায়নি কেরালার। কৃতিত্ব মহামেডান ডিফেন্স আর পদম ছেত্রীর।
দ্বিতীয় হাফের ছবিটাও একই রকম ৬৭ মিনিটে নোয়া সিদইয়ের মাইনাস থেকে বল জালে জড়িয়ে দেন সুপার সাব পেপরা। তার কিছুক্ষণ পরেই ৭৫ মিনিটের মাথায় জিমিনেজের দুরন্ত হেড থেকে ২-১ গোলে এগিয়ে যায় কেরালা। মহামেডান এরপর আক্রমণে উঠতে গেলে কেরালা বক্সের ভেতর পড়ে যান সাদা কালো বাহিনীর স্ট্রাইকার। পেনাল্টি দেননি রেফারি। সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে মাঠের ভেতর বোতল, বাজি ছুঁড়তে থাকেন।
ঝামেলার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। গ্যালারির সামনে গিয়ে সমর্থকদের শান্ত থাকতে বলেন সামাদ আলি মল্লিক। কিছুক্ষণ পর খেলা শুরু হলেও গোল আর পায়নি মহামেডান। রেফারি ন'মিনিট ইনজুরি টাইম দিলেও গোল পায়নি মহামেডান। পরপর দুটি হোম ম্যাচে হেরে চাপে সাদা কালো বাহিনী।
