আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। অভিনেত্রীদের প্রেমে মজে ক্রিকেটাররা। তারমধ্যে কিছু সম্পর্ক পরিণতি পায়। আবার কিছু হারিয়ে যায়। অনেক সময় কিছু সম্পর্ক হাসি-ঠাট্টায় সীমাবদ্ধ থাকে। এবার এক ক্রিকেটারের বিরুদ্ধে বড় অভিযোগ করলেন অভিনেত্রী এবং রিয়ালিটি টিভি ব্যক্তিত্ব কাশিস কাপুর। দাবি করেন, একবার এক প্রখ্যাত ক্রিকেটার তাঁর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। যা তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়। একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কোনও সেলিব্রিটি তাঁকে কখনও অস্বস্তিতে ফেলেছিল কিনা। তার উত্তরেই এই জবাব দেন কাশিস। জানান, একজন তারকা ক্রিকেটার তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছিল। কিন্তু সেই ক্রিকেটারের পরিচয় গোপন রাখেন অভিনেত্রী।
কাশিস বলেন, 'একজন খুবই প্রখ্যাত ক্রিকেটার। আমাকে একা দেখা করতে বলেছিল। আমি রাজি হইনি।' অভিনেত্রী দাবি করেন, ক্রিকেটার বলে তিনি গলে যাননি। জনপ্রিয়তার থেকে সংশ্লিষ্ট ব্যক্তি মানুষ হিসেবে কেমন, সেটা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাশিস বলেন, 'তুমি নিজের বাড়িতে ক্রিকেটার। আমার কাছে তুমি একজন সাধারণ ছেলে। শুধুমাত্র তোমার পেশা আমাকে অভিভূত করতে পারবে না। ও ভেবেছিল ক্রিকেটার বলে আমি বোধহয় গলে যাব। এটা এতটাই সহজ! যা আমি একেবারেই পছন্দ করি না।'
অভিনেত্রী জানান, পেশা হিসেবে ক্রিকেটকে তিনি সম্মান করেন। কিন্তু সেটাকে আকর্ষণের কারণ হতে হবে বলে তিনি মনে করেন না। কাশিস বলেন, 'তুমি একজন ক্রিকেটার। সেটা তোমার পেশা। আমি সেটার সম্মান করি। তবে তুমি আমার সঙ্গে ব্যাট-বল খেলবে না। যাতে আমি অভিভূত হয়ে যাব।' অভিনেত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রহস্যময় ক্রিকেটারের নাম জানার চেষ্টা করছে সবাই। কিন্তু নাম প্রকাশ্যে আনেননি কাশিস। প্রসঙ্গত, রিয়ালিটি শোয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বিগ বস ১৮ তে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেন। তারপরই প্রচারের আলোয় আসেন।
প্রসঙ্গত, ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন নয়। বহু যুগ ধরে চলে আসছে। ভারত, পাকিস্তান সব দেশেই এক চিত্র। রবি শাস্ত্রী থেকে শুরু করে ইমরান খান, বর্তমানে বিরাট কোহলি, কেএল রাহুল। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। কয়েকদিন আগে এই নিয়ে সরব হন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। একটি শোয়ে যোগ দিয়ে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগের প্রসঙ্গে মন্তব্য করেন পাক ক্রিকেটার। পাকিস্তানের অভিনেত্রী এবং টিকটকারদের অভিযোগ, ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মেসেজ করে। এই প্রসঙ্গে শোয়ে শাদাবকে প্রশ্ন করা হয়। অ্যাঙ্কর জিজ্ঞেস করেন, 'সত্যিই কি ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এবং টিকটকারদের বার্তা পাঠায়? নাকি শুধুই ভুয়ো দাবি?' তাঁর উত্তরে শাদাব বলেন, 'যদি কোনও ক্রিকেটার অভিনেত্রী বা টিকটকারদের মেসেজ পাঠায়, তাতে কোনও ভুল নেই। যদি অভিনেত্রীদের ভাল না লাগে, তাহলে তাঁরা তার উত্তর দেবে না।'
