আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করল কর্ণাটক। বর্ষীয়ান ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক ঘোষণা করা হল। ২১ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছতে পারেনি কর্ণাটক। ফলে মায়াঙ্ক আগরওয়ালের সামনে সুযোগ কর্ণাটককে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বিজয় হাজারে ট্রফিতে।
কর্ণাটকের যে দল ঘোষণা করা হয়েছে, সেই দলের সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়স গোপালকে। লেগ স্পিন অলরাউন্ডার কর্ণাটক দলে ফিরে এসেছেন মরশুমের গোড়াতেই। গত মরশুমে তিনি কেরলের হয়ে খেলেন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার জন্য শ্রেয়স গোপালকে দলের সহ অধিনায়ক করা হয়েছে। ৭টি ম্যাচে ১৪টি উইকেট নেন শ্রেয়স গোপাল।
কিন্তু মণীষ পাণ্ডেকে দলে নেওয়া হয়নি। প্রাক্তন কেকেআর তারকার মরশুম শেষ হয়ে গেল রাজ্য দলের হয়ে এ কথা বলাই যায়।
২১ ডিসেম্বর মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করছে কর্ণাটক।
