আজকাল ওয়েবডেস্ক: কেন উইলিয়ামসনের জন্য অপেক্ষা বাড়ল নিউজিল্যান্ডের। প্রথম টেস্টে তাঁকে ছাড়াই কিউয়িরা নেমেছে ভারতের বিরুদ্ধে। দ্বিতীয় টেস্টেও তাঁকে ছাড়াই খেলতে হবে নিউজিল্যান্ডকে। ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই সিরিজে ১-০-এ এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

সিরিজে ফেরার জন্য ভারত মরণকামড় দেবে বলেই মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্ল্যাক ক্যাপসরা পাবে না কেন উইলিয়ামসনকে। কুঁচকির চোট সারিয়ে ওঠার জন্য  রিহ্যাব করবেন কেন উইলিয়ামসন। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন উইলিয়ামসন। দেশে থেকেই তিনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, ''আমরা কেন উইলিয়ামসনের অবস্থা খতিয়ে দেখছি। সুস্থ হয়ে উঠলেও একশো শতাংশ ফিট নয়।'' 

আগামিদিনে উইলিয়ামসন কতটা সুস্থ হয়ে উঠছেন, সেদিকে নজর থাকবে নিউজিল্যান্ডের। চোট সারিয়ে তৃতীয় টেস্টে ফিরুন উইলিয়ামসন, এমনটাই চাইছেন কিউয়ি সমর্থকরা। 

তবে উইলিয়ামসনকে না পেলেও প্রথম টেস্টে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। বেঙ্গালুরুতে জিতে ৩৬ বছর পরে ভারতের মাটিতে নজির গড়েছে কিউয়িরা।