আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে সবার নজর যশপ্রীত বুমরার দিকে। একটা সময় পর্যন্ত টেস্ট অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পাওয়ায় যাবতীয় হিসেব-নিকেশ পাল্টে যায়। এবার বুমরার ওয়ার্কলোড কিভাবে সামলানো হবে সেই নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়া এই প্রথম টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। স্বভাবতই প্রচণ্ড চাপে থাকবেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। তাই দলের প্রধান অস্ত্রকে বুঝে-শুনে ব্যবহার করা হবে।
ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টে খেলার সম্ভাবনা নেই তারকা পেসারের। দেশ ছাড়ার আগে সংবাদিক সম্মেলনে গম্ভীর জানিয়ে দেন, তিনটে টেস্ট খেলবেন বুমরা। জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডকে সতর্ক করেন এনসিএর প্রাক্তন হেড ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিক। তিনি বলেন, 'প্রত্যেক প্লেয়ারের ওয়ার্কলোড রেশিও আলাদা। তার ওপরে বা নীচে থাকলে চোটের সম্ভাবনা বাড়ে। ওয়ার্কলোডের মধ্যে বোলিং, ফিল্ডিং, ট্রেনিং অন্তর্ভুক্ত।' ২০১৯ সালে বুমরাকে স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে উঠতে সাহায্য করেন কৌশিক। তিনি জানান, বেশি বল করলে যেমন ক্ষতি হতে পারে, তেমন কম ওভার বল করলেও সমান ক্ষতির সম্ভাবনা থাকে। কৌশিক বলেন, 'বেশি বল করা যেমন সমস্যার, তেমন কম বল করাও। শরীরকে সেফ জোনে রাখতে হবে।' রিকভারির দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানান তিনি। নতুন অধ্যায়ের সন্ধিক্ষণে টিম ইন্ডিয়া। সাফল্য অনেকটাই নির্ভর করছে বুমরাকে কিভাবে ব্যবহার করা হবে তার ওপর।
