আজকাল ওয়েবডেস্ক:‌ প্রথম একাদশ নিশ্চিত না হলেও এটা নিশ্চিত পার্থে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রিত বুমরা। সেই বুমরাই সিরিজ শুরুর আগে জানিয়ে দিলেন, মহম্মদ সামির খেলার সম্ভাবনা রয়েছে বর্ডার–গাভাসকার ট্রফিতে।


টিম কম্বিনেশন নিয়ে প্রশ্ন ওঠায় বুমরাই জানান, সামি ভালরকম ভাবেই তাদের পরিকল্পনায় রয়েছে। তিনি বলেছেন, ‘‌কম্বিনেশন তৈরি করে ফেলেছি। শুক্রবার সকালে জানতে পারবেন। সামি এই দলের গুরুত্বপূর্ণ সদস্য। টিম ম্যানেজমেন্ট ওর দিকে নজর রেখে চলেছে। সব ঠিকঠাক চললে বর্ডার–গাভাসকার ট্রফিতে সামির খেলার সম্ভাবনা প্রবল।’‌ 


বুমরার কিন্তু অস্ট্রেলিয়ায় রেকর্ড উজ্জ্বল। সাত টেস্টে নিয়েছেন ৩২ উইকেট। তার মধ্যে ইনিংসে ৬ উইকেটও রয়েছে। এদিকে, প্রথম টেস্টের আগে বুমরার নেতৃত্বের প্রশংসা করেছেন বোলিং কোচ মরনি মরকেল। তিনি বলেছেন, ‘‌নেতৃত্বের কথা শুনে একবারও পিছিয়ে যায়নি বুমরা। অতীতে সফল হয়েছে। জানে ওর কী ভূমিকা। ড্রেসিংরুমে দলকে উজ্বীবিত রাখছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে জানে। বল হাতে ভয়ঙ্কর।’‌ এরপরই মরকেলের সংযোজন, ‘‌বুমরার জন্য একটা দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে দলে বিরাট, রাহুল ছাড়াও একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সত্যি বলতে বুমরার মধ্যে নেতৃত্বের সহজাত গুণ রয়েছে।’‌ 


এটা ঘটনা দলের তরুণ পেসারদের গাইড করার ক্ষমতা রয়েছে বুমরার। অতীতেও করেছেন। আসন্ন সিরিজে আরও বেশি করে করতে হবে। কারণ অভিজ্ঞ সামি এখনও দলে ফেরেননি।