আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। বিসিসিআই রেগে পুরো কাঁই। ওভালে গুরুত্বপূর্ণ টেস্টে খেলছেন না জসপ্রীত বুমরা। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাঁকে পঞ্চম টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে। কিন্তু মহম্মদ সিরাজ তো পাঁচটি টেস্টই খেলছে। তাহলে কি ওয়ার্কলোডের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে? বুমরা কি নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন, কোন টেস্টে খেলবেন আর কোন টেস্টে খেলবেন না? উত্তরটা যাই হোক না কেন, ওয়ার্কলোড নিয়ে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে বিসিসিআই।


বুমরা যে এই সিরিজে তিনটি টেস্টেই খেলবেন, তা আগেই ঠিক ছিল। কিন্তু কোন টেস্টগুলি খেলবেন তা আগে জানানো হয়নি। সেটা কি বুমরা নিজে সিদ্ধান্ত নিয়েছেন? ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে যেমন বলেছেন, এই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। কিন্তু সেটাও নেওয়া হচ্ছে, ম্যাচের দিন সকালে। তাতে পরিকল্পনা তৈরি করতে সমস্যা হচ্ছে টিম ম্যানেজমেন্টের।


বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছেন, ‘‌স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ প্রতিটি প্লেয়ারের জন্য ওয়ার্কলোড ঠিক করতে পারে। কিন্তু বুমরাকে কোন টেস্টে পাওয়া যাবে, আর কোথায় পাওয়া যাবে না, সেটা তাঁর ফিটনেসের উপর নির্ভর করবে। যা মেডিক্যাল দল ঠিক করবে।’‌ সেটা মাথায় রেখে বুমরাকে সেই টেস্ট সিরিজেই রাখা হবে, যেখানে তিনি পুরো সিরিজ খেলতে পারবেন। এটাও বলা হয়েছে, প্রত্যেকটা দল নির্বাচনের আগে মেডিক্যাল টিমকে বুমরার ফিটনেস রিপোর্ট বোর্ডের কাছে জমা করতে হবে।


তবে বুমরার জন্য সুখবর এটাই হতে পারে যে, ভারত ফের পাঁচ টেস্টের সিরিজ খেলতে পারে দু’বছর পরে। চলতি বছরে যেমন ভারতে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্টের সিরিজ আছে। কীভাবে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কাজ করে, তার ধারণা দিয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানান, ‘‌যদি একজন প্রতি সপ্তাহে ৩০ ওভার করে বল করে, তারপর আচমকা তাঁকে ৩৫ ওভার বল করতে হয়, তাহলে সমস্যা বাড়ে। তাছাড়া দেখতে হয়, বোলার নিজে ক্লান্ত হচ্ছে কি না? তারপর আমরা তাঁর ওয়ার্কলোড নিয়ে ভাবি।’‌ 

এদিকে, একের পর এক ধাক্কা ইংল্যান্ড শিবিরে। চোটের জন্য ওভাল টেস্ট খেলতে পারছেন না ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। এবার চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার ক্রিস ওকস। বৃহস্পতিবার খেলার শেষ দিকে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ওকস। তখনই বোঝা গিয়েছিল, ওকসের চোট যথেষ্ট গুরুতর।


দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই ছিটকে গেলেন ওকস। শুক্রবার সকালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিয়েছে, ওভাল টেস্টে আর খেলতে পারবেন না ওকস। তবে তাঁর চোট কতটা গুরুতর, তা জানানো হয়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওকসের মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

ওভাল টেস্টের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারতের ইনিংসের ৫৭ তম ওভারের ঘটনা। জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন করুণ নায়ার। মিড অফ থেকে দৌড়ে গিয়ে ওকস বাউন্ডারি বাঁচালেও চোট পান। ঝাঁপিয়ে বাউন্ডারি বাঁচানোর সময় বাঁ কাঁধে চোট লাগে তাঁর। তাঁর মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। ইংল্যান্ডের ফিজিওর সাহায্য নিয়ে বাঁ হাতে সোয়েটার জড়িয়ে মাঠ ছাড়েন। বৃহস্পতিবার রাতেই স্ক্যান করানো হয়। শুক্রবার রিপোর্ট পাওয়ার বোঝা যাবে, তাঁর মাঠে ফিরতে কত দিন সময় লাগতে পারে।